ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

ভুটানকে গুঁড়িয়ে আত্মবিশ্বাস বাড়াল সুরভী-ফাতিমারা

ভুটানকে গুঁড়িয়ে আত্মবিশ্বাস বাড়াল সুরভী-ফাতিমারা

নেপাল ও ভারতকে হারিয়ে টানা দুই জয়ে আগেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে রাউন্ড রবিন লিগে একটি ম্যাচ বাকি ছিল লাল সবুজের কিশোরীদের। গতকাল শুক্রবার সেই নিয়মরক্ষার ম্যাচে ভুটানকে গুঁড়িয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল সুরভী আকন্দ প্রীতি, ফাতিমা আক্তাররা। এদিন কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। এরপর শক্তিশালী ভারতকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল। আগামীকাল রোববার ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। জয়ের ধারায় থাকায় আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না এনে ভুটানের বিপক্ষে নামে বাংলাদেশ। ১৩তম মিনিটে মিলে যায় গোলের দেখা। ফাতিমা আক্তারের লম্বা ক্রস ধরতে সুরভী আকন্দ প্রীতি অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান। ড্রপ খেয়ে উপরে ওঠা বল হেডে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান তিনি। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু ফাঁকা পোস্টে নিজে শট না নিয়ে সতীর্থকে বল বাড়িয়ে সুযোগ নষ্ট করেন সাথী মুন্ডা। তবে একটু পরই দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ। ৩৩তম মিনিটে দৃষ্টিনন্দন একটি গোল করেন ফাতেমা। বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি কিকে বল হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা গোলরক্ষককে বোকা বানিয়ে সরাসরি লুটোপুটি খায় জালে। পরের মিনিটে ফাতেমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা ক্রানুচিং মারমা হেডে খুঁজে নেন ঠিকানা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভুটানের জালে বল। এবার মৌমিতা খাতুনের আড়াআড়ি ক্রসে প্রীতি পা ছোঁয়াতে ব্যর্থ হলে গোলমুখেই পেয়ে যান সাথী। টোকা দিয়ে বাকি কাজ সারেন তিনি। ৬৮তম মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল বাড়ান মৌমিতা। প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ৫-০ করেন থুইনু মারমা। খানিক পর চকিত মুভে তিন জনকে বোকা বানিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান প্রীতি। আসরে এ নিয়ে তার গোল হলো ৫টি। বাকি সময়েও ভুটান পারেনি তেমন কিছু করতে; টানা তিন ম্যাচ হারের তেতো স্বাদ নিয়ে টুর্নামেন্ট শেষ হলো তাদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত