ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পিসিবির বড় দায়িত্ব পাচ্ছেন আজহার আলি

পিসিবির বড় দায়িত্ব পাচ্ছেন আজহার আলি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বড় দায়িত্ব পেতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটার আজহার আলি। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে। বলা হয়েছে, আজহার আলিকে বোর্ডের নির্বাচক প্যানেল অথবা হাই-পারফরম্যান্স সেন্টারে নিয়োগ দিতে পারে বোর্ড।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সুপারিশে তাকে এই পদে বসানো হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়। যদি আজহার আলিকে প্রধান নির্বাচক বানানো হয়, তাহলে তার কাজ হবে তিন ফরম্যাটের জন্য দল নির্বাচিত করা এবং শক্তিশালী একটি দল গঠন করা। একইসঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া লিগের খেলা থেকে ভালোভাবে ক্রিকেটার তুলে আনাও তার দায়িত্বের মধ্যে পড়বে। আর যদি আজহারকে হাই-পারফরম্যান্স সেন্টারের দায়িত্ব দেয়া হয়, তাহলে তার কাজ হবে ক্রিকেটের অনুশীলনের দেখভাল করা এবং উন্নতির পথ বাতলে দেওয়া। যাতে ক্রিকেটারদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স বেরিয়ে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক টিম ম্যানেজার রিহান উল হকও নতুন করে দায়িত্ব পেতে যাচ্ছেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আজহার আলি। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক লর্ড ক্রিকেট গ্রাউন্ডে অভিষেক হয়েছিল তার। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচে নিজের প্রথমবারের মতো ফিফটি হাঁকিয়েছেন ৩৯ বছর বয়সী এই টেস্ট বিশেষজ্ঞ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত