হালিমা-জান্নাত জুটি চ্যাম্পিয়ন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

মবিল স্বাধীনতা দিবস টেনিসের মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে হালিমা ও জান্নাতুল জুটি। গতকাল শুক্রবার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত মেয়েদের দ্বৈতের ফাইনালে বিকেএসপির হালিমা জাহান ও জান্নাতুন ফেরদৌস মিতু জুটি ৬-৩, ৬-৪ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের সস্মিতা সেন ও সুমাইয়া আক্তার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া পুরুষ এককের সেমিফাইনালে রঞ্জন রাম ৬-৪, ৭-৬ গেমে আমেরিকান ক্লাবের শান্ত বেপারীকে এবং ইন্টারন্যাশনাল ক্লাবের কাউসার আলী ৬-৪, ২-০ (অবসর) গেমে নরডিক ক্লাবের হানিফ মুন্নাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।