ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রেফারিং কোর্সে হুমায়রা-সানরা

রেফারিং কোর্সে হুমায়রা-সানরা

সাউথ এশিয়ান (এসএ) গেমসে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছেন তারা। তবে এখন রেফারিং কোর্সে মনযোগ দিচ্ছেন হুমায়রা আক্তার অন্তরা, হাসান খান সান ও হোসেন খান মুনেরা। গতকাল শনিবার শেষ হওয়া দুদিন ব্যাপী রেফারিং কোর্স শেষে সনদও নিলেন তারা। তাই বলে খেলা ছেড়ে দেননি তারা। হুমায়রার কথায়, ‘খেলার পাশাপাশি রেফারিং কোর্সও করে রাখলাম। ভবিষ্যতে কাজে লাগবে।’ হাসান খান বলেন, ‘রেফারি লাইসেন্স থাকলে ভবিষ্যতে অনেক কাজে লাগে। তাই সুযোগ থাকায় কোর্স করে রাখলাম।’ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে রেফারিদের হাতে সনদ তুলে দেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। এ সময় কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং এশিয়ান কারাতে রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইকেল হানস উপস্থিত ছিলেন। কারাতে রেফারী লাইসেন্সিং পরীক্ষায় সারা দেশের ২২৬ জন রেফারি অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত