বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ সবার নজর কেড়েছে। ফুটবলে হারানো ঐতিহ্য ফিরে আসছে। নেপালে মেয়েরা (সাফ অনূর্ধ্ব-১৬) দুর্দান্ত খেলছে।

আমার বিশ্বাস যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো অনেক দূর এগিয়ে যাবে’, গতকাল শনিবার মোহাম্মদপুর শারীরিক শিক্ষক কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা উদ্বোধনকালে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। এবারের আসরে প্রাথমিক পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে ৪৬৬৭ দলের ৮৪ হাজার ৬ জন এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা বিভাগে প্রাথমিক পর্যায়ে ৫৮৪ দলের ১০ হাজার ৫১২ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।