ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টয়োটা-নাভানা স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্নামেন্ট

টয়োটা-নাভানা স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্নামেন্ট

পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হলো ১৩তম টয়োটা-নাভানা স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪।’ গতকাল শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লে. জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি, প্রিন্সিপাল স্টাফ অফিসার, এএফডি। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ মোট ৭৯৯ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন ওভার অল চ্যাম্পিয়ন, ভ্যাটারান উইনার উইং কমান্ডার এম সাইফুল ইসলাম (অব.), সিনিয়র উইনার মেজর শেখ হাবিবুর রহমান (অব.), লেডি উইনার নিলা আজিজ এবং জুনিয়র উইনার মাস্টার মুনতাকিম পুরস্কারপ্রাপ্ত হন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর, আর্মি গলফ ক্লাবের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এর আগে গত শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। আইএসপিআর

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত