ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে চান তাহলে টাকার অঙ্কটা দিগুণ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ব্যাটারদের ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। গত শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এবার শুরু হবে পঞ্চাশ ওভারের সিরিজ। যে কারণে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না লাল-সবুজের প্রতিনিধিরা।

ওয়ানডে সিরিজ খেলতে গতকাল রোববার চট্টগ্রামে পা রেখেছে স্বাগতিক ও সফরকারি দল। এই সিরিজের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকা করে। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। আর ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে এই সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে আপনাকে খরচ করতে হবে ৫০০ টাকা। আর যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে চান তাহলে টাকার অঙ্কটা দিগুণ গুণতে হবে অর্থাৎ এক হাজার টাকা। সবচেয়ে বেশি টাকা গুনতে হবে রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রতিটা ম্যাচ এই দুই স্ট্যান্ডে বসে দেখতে খরচ হবে ১৫০০ টাকা। আগামী ১২ মার্চ থেকে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। আগামী ১৩ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এক দিন বিরতির পর সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ। আর শেষ ওয়ানডের আগে দুই দিন বিরতি। আগামী ১৮ মার্চ মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত