ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঊষাকে হারিয়ে দ্বিতীয় জয় আবাহনীর

ঊষাকে হারিয়ে দ্বিতীয় জয় আবাহনীর

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা দ্বিতীয় জয় শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেডের। গতকাল রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে লিগ জায়ান্ট ঊষার মুখোমুখি হয় আবাহনী। ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে জেতে আকাশি-নীলরা। জয়ী দলের তরুণ মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহ জোড়া গোল করেন। ঊষার ভারতীয় রিক্রট মোহাম্মদ শরিক এক গোল শোধ দেন। লিগে আবাহনীর দ্বিতীয় জয়ের দিনে প্রথম হার ঊষার। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের বিরুদ্ধে ৫-১ গোলের ব্যবধানে জিতেছিল ঊষা। এদিন খেলার প্রথম কোয়ার্টারের নবম মিনিটে আব্দুল্লাহর দারুণ এক ফিল্ড গোলে শুরুর অগ্রগামিতা আবাহনীর (১-০)।

দ্বিতীয় কোয়ার্টারের ২৯ মিনিটে আবারো গোলের আনন্দ আবাহনী টেন্টে। এবারো গোলদাতা সেই আব্দুল্লাহ (২-০)। তৃতীয় কোয়ার্টারের ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন ঊষার মোহাম্মদ শরিক। এই কোয়ার্টারের শেষভাগে আরো একটি গোল দেয় ঊষা। তবে রিভিউতে সেই গোল বাতিল হয়। আর এই গোলকে কেন্দ্র করেই প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ ছিল। ঊষার গোলের পক্ষে মাঠের আম্পায়ার সিদ্ধান্ত দিলেও রিভিউতে গিয়ে দেখা যায় হিট নেয়ার আগেই সেটি ফাউল ছিল। শেষ পর্যন্ত আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে দুদল পুনরায় মাঠের খেলায় ফেরে। তৃতীয় কোয়ার্টারে মুহর্মূহ আক্রমণ ঊষার। পেনাল্টি কর্নারও আদায় করে নেয় দলটি। কিন্তু দুর্বল হিটে গোলবঞ্চিত থাকতে হয় মোহাম্মদ আশিকুজ্জামানের শিষ্যদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত