ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাথুরুর অধীনে ফিরবেন না তামিম!

হাথুরুর অধীনে ফিরবেন না তামিম!

গত বছর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তামিম ইকবাল বলেছিলেন, শতভাগ ফিট না হলেও প্রথম ম্যাচে খেলবেন তিনি। সেই সময় অধিনায়কের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি প্রধান কোচ হাথুরুসিংহের। তামিমকে কিছু না বললেও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এরপর তামিমের আকস্মিক অবসর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে আসা এবং অধিনায়কত্ব ছাড়ার ঘটনা সবারই জানা। এর ফলে হাথুরুসিংহের সঙ্গে তামিমের সম্পর্কের অবনতি হয়। তারপর থেকে তামিম ইকবাল ও বাংলাদেশ জাতীয় দলের মাঝে অদৃশ্য দেয়াল তৈরি হয়। অধিনায়কত্ব ছাড়ার পর জাতীয় দলে তিনি ব্রাত্য। ফের কখন দলে ফিরবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েই গেছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অভিজ্ঞ এই ওপেনারের সম্পর্কটা যে ঠিকঠাক নেই এটা এখন ‘ওপেন সিক্রেট’। টাইগারদের বর্তমান কোচ দায়িত্বে থাকলে জাতীয় দলে ফিরবেন কি না, সেই প্রশ্নের জবাবও দিলেন তামিম। একটি বেসরকারি টিভি চ্যানেলকে তামিম জানান, আন্তর্জাতিক ক্রিকেটে তাকে ফেরাতে হলে অনেক কিছুই ঠিক করতে হবে। তামিম ইকবালকে নিয়ে সাকিবের অভিযোগ ছিল অনেক। ওপেনিং পজিশন ছেড়ে তামিম খেলতে অপরাগতা জানিয়েছিলেন, তারই জবাবে সাকিব বলেছিলেন শিশুসুলভ মানসিকতার কথা। লম্বা সময় পর তামিমের কাছে জানতে চাওয়া হলো সেই প্রসঙ্গে। উত্তরে তামিম জানালেন, তিনি গণমাধ্যমের সামনে সতীর্থকে নিয়ে কথা বলার মতো মানুষ নন, ‘সবারই নিজস্ব ব্যক্তিত্ব আছে, চিন্তাভাবনা-কথা বলার আলাদা ধরন আছে। তবে আমি এমন কেউ না, যে মিডিয়াতে নিজের কলিগকে নিয়ে কথা বলব।’ তামিম জাতীয় দলে ফিরবেন কি না, সেটাই এখন বড় এক প্রশ্ন। উত্তরটা তামিম এর আগেও দিয়েছেন, ‘একটা জিনিস ভুল। আমি বলেছিলাম যে, আমাকে ফিরাতে হলে অনেক কিছু ঠিক করতে হবে। অনেক কিছু পরিবর্তন করতে হবে এবং ঠিক করতে হবে, এর মধ্যে পার্থক্য আছে। আমাকে ফেরাতে হলে সব নিয়ম পরিবর্তন করতে হবে, এটা আমি কখনো বলব না।’ হাথুরু থাকলে তামিম ফিরবেন কি না এমন প্রশ্নের উত্তরে এক লাইনে তামিম বলেছেন, ‘আমার ফেরাটা কঠিন হবে, এতটুকু বলতে পারি।’ এরপরেই অবশ্য বলেছেন, ‘যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেত তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ এক প্রশ্নের জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, ‘জিনিসটা এমনভাবে (দেখানো) হচ্ছে, যেন আমি ঝুলিয়ে রেখেছি। আসলে এটা ঠিক না। আমার সঙ্গে বিসিবির অলরেডি তিনবার বসা হয়ে গেছে। পাপন ভাইয়ের সঙ্গে বসেছি, তদন্ত কমিটির সঙ্গেও বসা হয়েছে। তো নিশ্চয়ই কোনো একটা বিষয়ে বসা হয়েছে। আমি আমার জায়গা থেকে প্রথম থেকেই পরিষ্কার (ক্লিয়ার) ছিলাম। এখানে নতুন করে আমার পক্ষ থেকে তাদের কাছে কোনো কিছু বলার নাই। এখন ওনারা আবার বসতে চাচ্ছে।’ তামিম ইকবালের সঙ্গে হাথুরুসিংহের বিরোধ আগে থেকেই স্পষ্ট ছিল। দুজনের কেউই মুখ না খুললেও সবাই জানেন, তাদের শীতল সম্পর্কের কথা। তবে তামিম ফিরতে চাইলে হেডকোচের সঙ্গে আলাপের কিছু নেই বলে ক’দিন আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। তার ভাষ্য অনুযায়ী, সবটাই নির্ভর করছে তামিমের ওপরেই। পাপন বলছিলেন ‘হেড কোচের সঙ্গে বসার মতো কিছু দেখছি না। তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্য কোচকে জিজ্ঞেস করার কী আছে?’ আফগানিস্তান সিরিজে হুট করে কেন অবসর নিয়েছিলেন তামিম- এমন প্রশ্নের জবাবে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেওয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেওয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেওয়া সিদ্ধান্ত না। যদি জাতীয় দলে ফিরি তাহলে আশা করি আবারও ওপেনিংয়েই নামব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত