ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি

সুদানের সঙ্গে বাংলাদেশের ড্র

সুদানের সঙ্গে বাংলাদেশের ড্র

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানেই সুদান জাতীয় দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ার দল। ম্যাচে অবশ্য জিততে পারেনি বাংলাদেশ। গোলশূন্য সমতায় শেষ হয়েছে ম্যাচটি। সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বাংলাদেশের মতোই সুদান জাতীয় দলও সৌদিতে অনুশীলন ক্যাম্প করছে। সেখানেই তাইফ শহরের কিং ফাহাদ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত গা গরমের ম্যাচে কেউ জেতেনি। অবশ্য র‍্যাংকিংয়ের হিসেব করলে বেশ ভালো প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৩ নম্বরে। তুলনামূলক ভালো অবস্থায় আছে সুদান।

তাদের অবস্থান ১২৭ নম্বরে। এমন দলের বিপক্ষে ম্যাচে খেলাই ছিল বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরার লক্ষ্য। ম্যাচে স্কোয়াডে থাকা ২৮ জনের মধ্যে ২৪-২৫ জন খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছেন কোচ। তার দাবি, সবাই ভালো খেলেছে। দল সঠিক পথেই আছে। সুদানের বিপক্ষে এর আগে একবারই খেলেছে বাংলাদেশ। বেশ আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টস কাপে সেই ম্যাচে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সুদানের বিপক্ষে ১৪ মার্চ আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল কুয়েতে যাবে। সেখানে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি হবে। ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের হোম ম্যাচটি ২৬ মার্চ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত