নিজেকে নির্দোষ দাবি রোনালদোর

প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

সমর্থকদের অশালীন অঙ্গভঙ্গি করে শাস্তির কবলে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি আল নাসর তারকাকে ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। শাস্তি ভোগ করার পর এবার নিজেকে নির্দোষ দাবি করলেন পর্তুগিজ তারকা। তাকে ভুল বোঝা হয়েছে বলে দাবি করলেন রোনালদো। সেই সঙ্গে আরো বললেন, পুরোনো ভুল শুধরে প্রতিদিনই তিনি আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। সৌদি প্রো লিগে গত ২৫ ফেব্রুয়ারি আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর মাঠে ওই অশালীন ভঙ্গি করেন রোনালদো। পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন পর্তুগিজ মহাতারকা, ক্লাব ফুটবলে যা তার ৭৫০তম গোল। টিভি ক্যামেরায় অবশ্য বিতর্কিত কোনো কাণ্ড ধরা পড়েনি। তবে ম্যাচের পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে স্পষ্ট শোনা যায়, গ্যালারি থেকে ‘মেসি, মেসি’ চিৎকার ভেসে আসছে। রোনালদো কানে হাত দিয়ে তা শোনার মতো ভঙ্গি করেন। এরপর সেই দর্শকদের দিকে হাত দিয়ে অশালীন ভঙ্গি করেন তিনি। ঘটনার তদন্ত শেষে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি। তাকে জরিমানাও করা হয়েছিল। ফলে, লিগে আল হাজমের সঙ্গে ৪-৪ ড্র ম্যাচে খেলতে পারেননি পর্তুগিজ তারকা। ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ‘এই সুযোগে আমি ওই ঘটনা নিয়ে কথা বলতে চাই, যে কারণে আমাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করতে হয়েছে। আমি যা করেছি, তা ভুল বুঝেছে সবাই। আমি সবসময় সব দেশের সংস্কৃতিকে সম্মান করি, কিন্তু মানুষ যা দেখতে পায় সবসময় তা সত্যি হয় না।’ রেয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা আল নাসরে যোগ দেয়ার পর আগেও কয়েক দফায় বিতর্কিত কাণ্ড ঘটানোর জন্য অভিযুক্ত হয়েছেন।