ঢাকায় কমনওয়েলথ কারাতে স্পন্সর সংকটে কর্তারা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

কমনওয়েলথভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় প্রথমবার বসতে যাচ্ছে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের খেলা। ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের জন্য থাকা, খাওয়া ও আবাসনের অর্থ সংকুলানের জন্য প্রায় এক থেকে দেড় কোটি টাকার প্রয়োজন। আয়োজনের ঘোষণা দিয়েও দুর্ভাবনায় পড়েছেন কারাতের কর্তারা। কারণ এই পরিমাণ অর্থের জন্য তাদের খোঁজে তেমন পৃষ্ঠপোষক নেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, ওয়েলস, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর কারাতেকারা অংশ নেবেন এই প্রতিযোগিতায়। জাতীয় দল ও ক্লাব দল- যেকোনো দেশ থেকে দুটি বিভাগে অংশ নিতে পারবে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতায় নেশন্স ও ক্লাব চ্যাম্পিয়নশিপের দুই বিভাগে ৯টি ডিসিপ্লিনে খেলা হবে। ক্লাব চ্যাম্পিয়নশিপে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র ও ভেটারার্ন; এবং নেশন্স বিভাগে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র। কাতা ও কুমি- দুই কৌশলেই লড়বেন দেড় হাজার কারাতেকা।

এরই মধ্যে কমনওয়েলথভুক্ত ৪০টি দেশ নিবন্ধন করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। বড় এই আসর উপলক্ষ্যে এরই মধ্যে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই ঢাকা সফর করে গেছেন। তবে এতবড় আসরের আয়োজন নিয়ে শংকায় পড়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কর্মকর্তারা। সাধারন সম্পাদক ক্যা শৈ হ্লা বলেন, ‘কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার ক্রীড়াবিদ ঢাকায় আসবেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা ও মালয়েশিয়া ছাড়াও বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের তারকা হোটেলে রাখতে হবে। তাদের আহার করাতে হবে তারকা হোটেল থেকেই, যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে। দেশজুড়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। নানা প্রকার খরচা মিলে প্রায় দেড় কোটি টাকার মতো প্রয়োজন হবে। এই অর্থের সংকুলান কীভাবে হবে তা বড় চিন্তার বিষয়। তবে আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িযে দেবেন। অন্যথায় সম্ভব নয়।’