দুই ডাবল-সেঞ্চুরি হাঁকিয়ে মাসসেরা জয়সওয়াল

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে মনে রাখার মতো এক সিরিজ কাটিয়েছেন যশস্বী জয়সওয়াল। করেছেন ব্যাক টু ব্যাক ডাবল-সেঞ্চুরি। এবার পেলেন দারুণ এক স্বীকৃতি। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে টপকে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। অস্ট্রেলিয়ার পঞ্চম নারী ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ এর পুরস্কার জিতলেন সাদারল্যান্ড। পেছনে ফেললেন তিনি সংযুক্ত আরব আমিরাতের এশা ওঝা ও কাভিশা এগোদাগেকে। এই স্বীকৃতি জেতা অস্ট্রেলিয়া অন্য চারজন হলেন- অ্যালিসা হিলি, র‌্যাচেল হেইন্স, তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশলি গার্ডনার। জয়সওয়াল ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলেন। সবগুলো ম্যাচেই হাসে তার ব্যাট, দলও পায় জয়। মাস জুড়ে ১১২ গড়ে ৫৬০ রান করেন বাঁ-হাতি এই ওপেনার। টানা দুই ম্যাচে উপহার দেন ডাবল সেঞ্চুরি। মাসের সেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত ২২ বছর বয়সী জয়সওয়াল বললেন, এই স্বীকৃতি আরও পেতে চান তিনি। ‘আইসিসির পুরস্কার পেয়ে আমি সত্যিই অনেক খুশি এবং আশা করি ভবিষ্যতে আরও জিততে পারব। এটা আমার সেরা সময়গুলোর একটি, আর এটি ছিল আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজ। আমি যেভাবে খেলেছি ও যেভাবে সবকিছু হয়েছে এবং আমরা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছি; সবকিছু সত্যিই উপভোগ করেছি। আমার সব সতীর্থদের সঙ্গে এটা অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল এবং আমি সত্যিই সময়টা উপভোগ করেছি।’