ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘এখনো সেরাটা বাকি শান্তর’

‘এখনো সেরাটা বাকি শান্তর’

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পর গতকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নেমে কাল দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে টাইগাররা। আগে ব্যাট করতে নেমে ২৫৬ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল শান্তর দুর্দান্ত শতকে সফরকারীদের হেসেখেলেই হারিয়েছে লাল-সবুজের দল। ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তখন দলের হাল ধরেন অধিনায়ক শান্ত। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৬৯ রানের সংগ্রহ গড়েন তিনি। এরপর মাহমুদউল্লাহ ফিরলেও কাল অপরাজিত ইনিংস খেলেছেন শান্ত, দলকে জেতাতে পরে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছিলেন ১৬৫ রানের অপরাজিত এক জুটি। এ দুজনের জুটিতেই গতকাল লঙ্কানদের হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এদিকে শতক হাঁকানো শান্ত এবারের বিপিএলে ছিলেন বিবর্ণ। ব্যাট হাতে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যর্থ হয়েছেন তিনি। তবে মুশফিক মনে করেন অধিনায়কের দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘বিপিএল একটা অন্য সংস্করণ, এটা (ওয়ানডে) একটা অন্য সংস্করণ। আর যখন একটা মানুষের দায়িত্বটা বেশি থাকে, সবকিছু নিয়ে চিন্তা করে, তখন কিছু কিছু মানুষ তাদের সেরা খেলাটা খেলে। আর শান্ত (নাজমুল) এমন একটা মানসিকতার ছেলে যে দায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং সেটাকে সফলভাবে পালনও করে। ও (যখন রান পাচ্ছিল না) তখন যেভাবে প্রক্রিয়া মেনে কাজ করে গেছে, আমার মনে হয়েছে, ওর রানে ফেরাটা শুধু সময়ের ব্যাপার।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত