বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই প্রস্তুতি

সৌদি আবহাওয়া মানিয়ে নেয়ার চেষ্টায় তরুণরা

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই ম্যাচ সামনে রেখে সৌদিতে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্প চলছে। প্রস্তুতির একাদশতম দিন পেরিয়ে গেছে। সেখানের আবহাওয়া এবং স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার টেকনিকের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন দলের ফুটবলাররা। বিশেষ করে প্রথমবার ডাক পাওয়া তরুণ ফুটবলাররা নিজেদের প্রমাণ করে টিকে থাকতে চাইছেন মূল স্কোয়াডে। গতকাল বৃহস্পতিবার সুদানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর আগে অনুশীলন শেষে ভিডিও বার্তায় জাতীয় দলের ক্যাম্পিংয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দলের তিন তরুণ ফুটবলার। মিডফিল্ডার শাহ কাজেম কিরমানি বলেন, ‘আমি ফুটবল শুরু করেছি কানাডাতে। যখন আমার ১০ বছর বয়স তখন থেকে ফুটবল খেলি। বিশ্ববিদ্যালয় পর্যায়েও খেলেছি। এখানে প্রতিদিন ট্রেনিংয়ে নিজের সেরাটা দিতে চেষ্টা করছি। আমি যেটা করতে পারি সেটাই করি। আশা করি আস্তে আস্তে আল্লাহ ভালো কিছুই দেবে। ২০-২১ বছর বয়সে বাংলাদেশের আসার চিন্তাটা হয়েছিল। এর আগে আমার জানা ছিল না আমি বাংলাদেশে আসতে পারব, জাতীয় দলে খেলব। এক মৌসুম পর জাতীয় দলে ডাক পেয়েছি, এটা ভালো হয়েছে।’ আরেক তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ রাব্বী হোসেন রাহুল বলেন, ‘জাতীয় দলে ডাক পাব প্রথমে এটা প্রত্যাশা ছিল না। আমি এ বছর প্রথমবার বিপিএলে খেলতে এসেছি, আমার লক্ষ্য ছিল পুরো লিগ খেলব এবং আমি ১০টা গোল করব। তাহলে হয়তো কোচ আমাকে ডাকবে। কিন্তু প্রথম লেগেই আমি আল্লাহর রহমতে ৫টা গোল করেছি। যখন ৫টা গোল হয়ে গেছে তখন আমার আশা ছিল যে কোচ হয়তো আমাকে ডাকবে।’ জাতীয় দলের নিয়মিত মুখ সাদ উদ্দিনের ছোট ভাই তাজউদ্দিন নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে। জাতীয় দলে ট্রেনিংয়ের অভিজ্ঞতাটা জানালেন এই ডিফেন্ডার। ভাই’র সঙ্গে একই দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত তাজউদ্দিন বলেন, ‘ট্রেনিং আলহামদুলিল্লাহ ভালো চলছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছি। এখানে ক্লাব পর্যায় থেকে সব কিছুই ভিন্ন। ক্লাবে একরকম, জাতীয় পর্যায়ে অন্যরকম। ভাই এর কাছে অনেক কিছু শুনেছি। এটা স্বপ্ন ছিল ভাই এর সঙ্গে একসঙ্গে খেলব। ছোট বেলা থেকেই ভাইকে দেখে আসছি ফুটবলে। তবে একসঙ্গে খেলা হবে ভাবিনি। পরিবারের সবাই খুব খুশি যে একসঙ্গে দুই ভাই খেলবো। আমিও খুব খুশি। চেষ্টা করব স্কাউটে থাকার আর একসঙ্গে ম্যাচ খেলার।’