হেরেও খুশি কাবরেরা

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সুদানের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচে ড্র করলে জাতীয় ফুটবল দল হেরে গেছে দ্বিতীয় ম্যাচে। গত বৃহস্পতিবার সৗদি আরবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সুদানের কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। শক্তিতে অনেক এগিয়ে থাকা আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হারলেও বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা খেলোয়াড়দের পারফরম্যান্সকে ইতিবাচকই দেখছেন। ম্যাচের পর বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা আরেকটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেললাম শক্তিশালী সুদানের বিপক্ষে। এ ম্যাচেও আমাদের ছেলেরা ভালো লড়াই করেছে। শারীরিক গঠনে সুদানের ফুটবলাররা ফিলিস্তিনের কাছাকাছি। তাই সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলার অভিজ্ঞতা কাজে দেবে ফিলিস্তিন ম্যাচে।’ আগের ম্যাচ গোলশূন্য, এ ম্যাচে ৩-০ গোলের হার। তারপরও খেলোযাড়দের মধ্যে উন্নতি দেখছেন কোচ, ‘এখানে (সৌদি আরব) যখন আসি, তার চেয়ে এখন ভালো অবস্থানে আছে দল।’ বাংলাদেশ দল ১৭ মার্চ সৌদি আরব থেকে কুয়েতে যাবে। কুয়েতে সিটিতে ২১ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলবে। দুই দলের ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায়। বাছাইয়ের দ্বিতীয় ধাপে বাংলাদেশ ও ফিলিস্তিন এখনও জয় পায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরে শুরু করা বাংলাদেশ লেবাননের বিপক্ষে ১-১ ড্র করেছিল নিজেদের দ্বিতীয় ম্যাচে। লেবাননের বিপক্ষে গোলশূন্য ড্র করা ফিলিস্তিন নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ১-০ গোলে।