ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্রীড়া সংগঠক জাহিদ মাহমুদ আর নেই

ক্রীড়া সংগঠক জাহিদ মাহমুদ আর নেই

সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদ মাহমুদ আর নেই। গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। বছর দুই হলো দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন জাহিদ মাহমুদ। চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন তিনি। মাঝে খানিকটা সুস্থ হয়ে উঠে ছিলেন। সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এবার আর সুস্থ হয়ে বাসায় ফেরা হলো না। এদিন বাদ জুমা মায়াকানন জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবস্থানে জাহিদ মাহমুদকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সাবেক জাতীয় যুব হ্যান্ডবল খেলোয়াড় এবং সংগঠক জাহিদ মাহমুদ ১৯৯১ সালে অনুষ্ঠিত কমনওয়েলথ যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের প্রথম ব্রোঞ্জ পদকপ্রাপ্ত দলের অন্যতম সদস্য ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশন, হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনসহ হ্যান্ডবল পরিবারের সকল স্তরের সংগঠক, প্রশিক্ষক, রেফারি, খেলোয়াড় ও ক্রীড়ামোদিরা গভীরভাবে মর্মাহত ও শোকহত। একই সঙ্গে সবাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ রব্বুল আল-আমিন মরহুমের পরিবারের সকল সদস্যদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন- (আমিন)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত