ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লিভারপুলের বড় জয়ে সালাহর অনন্য কীর্তি

লিভারপুলের বড় জয়ে সালাহর অনন্য কীর্তি

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগেও এসি স্পার্টা প্রাগকে গোলবন্যায় ভাসালো লিভারপুল। গত বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে তারা ৬-১ গোলে হারিয়েছে চেক রিপাবলিকের ক্লাবটিকে। প্রথম লেগ তারা জিতেছিল ৫-১ গোলে। দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ইংলিশ ক্লাবটি। দ্বিতীয় লেগের বিশাল জয়ের পথে একটি গোল করে অনন্য নজির গড়েন সালাহ। এই গোলেই মৌসুমে ২০ গোল পূর্ণ হয় তার। লিভারপুলের সুদীর্ঘ ইতিহাসে টানা সাত মৌসুমে অন্তত ২০ গোল করা প্রথম ফুটবলার তিনিই। এই ম্যাচে তিনটি গোলে সহায়তাও করেছেন মিশরের এই ফরোয়ার্ড। এক মৌসুমে অন্তত ২০ গোল করা ও ১০ গোলে সহায়তার যুগলবন্দি করে দেখালেন তিনি ছয় মৌসুমে। একবিংশ শতাব্দীতে এই কীর্তিতে তার ওপরে আছেন কেবল লিওনেল মেসি (১৩ মৌসুম), লুইস সুয়ারেস (৯ মৌসুম) ও ক্রিস্তিয়ানো রোনালদো (৯ মৌসুম)। প্রথম লেগে বিধ্বস্ত হওয়া স্পার্তা দ্বিতীয় লেগেও কোনো প্রতিরোধ গড়তে পারেনি। বরং খেলার শুরুতেই আক্রমণের সুনামিতে তাদের রক্ষণভাগ ভাসিয়ে দেয় লিভারপুল।

১৪ মিনিটের মধ্যেই গোল হয়ে যায় চারটি! দারউইন নুনেস গোল করেন সপ্তম মিনিটে, পরের মিনিটেই ববি ক্লার্ক। সালাহর গোলটি আসে দশম মিনিটে। জানুয়ারির আফ্রিকান কাপ অব নেশন্স থেকে চোট নিয়ে ফেরার পর বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন সালাহ। পরে স্পার্তার বিপক্ষে প্রথম লেগে ও গত রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামেন তিনি বদলি হিসেবে। এবার এই ম্যাচ দিয়ে শুরুর একাদশে ফিরেই গোল পেলেন শুরুতে। তার গোলের মিনিট চারেক পর গোল করেন কোডি হাকপো। প্রথমার্ধের শেষ দিকে একটি গোল শোধ করতে পারে স্পার্তা। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে আরও একটি গোল করেন হাকপো, আরেকটি করেন দমিনিক সোবোসলাই। এর পর গোটা ম্যাচে যে আর গোল হয়নি, এটাই বিস্ময়ের! ম্যাচের পর টিএনটি স্পোর্টসের সঙ্গে কথোপকথনে সেটিই মজার সুরে বললেন, লিভারপুল কোচ ক্লপ। ‘আমাদের ওপরই নির্ভর করছিল একটা ম্যাচে কতটা ভালো খেলতে পারি আমরা এবং অবশ্যই আমরা ফুটবলটা দারুণ উপভোগ করেছি, শুরুতেই দারুণ কিছু গোল করেছি। এরপর আমাদের জন্য কাজটা আসলে কঠিন হয়ে ওঠে। কারণ, এই গতি কতটা ধরে রাখা সম্ভব!’ চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের ড্র-ও হয়েছে গতকাল শুক্রবার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত