ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা

ফর্মহীনতায় বাদ লিটন সুযোগ পেলেন জাকের

ফর্মহীনতায় বাদ লিটন সুযোগ পেলেন জাকের

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে শূন্য, সবশেষ ১০ ইনিংসে নেই কোনো হাফ সেঞ্চুরি। এই ফর্মহীনতার খেসারত দিতে হলো লিটন দাসকে। বাজে পারফর্ম্যান্সের কারণে দল থেকে বাদ পড়লেন তিনি। লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। তার বদলে দলে নেয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিককে। গতকাল শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দল থেকে লিটনকে বাদ দেয়া হয়েছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একবার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন লিটন। এবারও একই কারণে বাদ পড়লেন তিনি। লিটনের পরিবর্তে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী। দল থেকে বাদ পড়ে লিটন শনিবার বিকেলে ৩টা ১০ এর ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। আবার ঢাকা থেকে জাকেরেরও একই দিন চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিসিবি থেকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর এক ভিডিওবার্তা দেয়া হয়েছে। সেখানে লিটন দাসকে বাদ দিয়ে জাকের আলী নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচকের মূল বক্তব্যটা এমন, ‘যেহেতু সিরিজ চলছে, তাই খুব পরিবর্তনের সুযোগ ছিল না। সে কারণেই আমরা একটি মাত্র পরিবর্তন করলাম। নতুন বলে খুব অধারাবাহিক হওয়ার কারণে শেষ ম্যাচে লিটন দাসকে বাইরে রাখা হয়েছে। আমরা যখন লিটনকে শেষ ম্যাচে অন্তর্ভুক্ত করলাম না, তখন তার জায়গায় খালি হলেও বাইরে থেকে আর কোনো ওপেনারকে নেইনি, কারণ দলে আরও ওপেনিং অপশন আছে।’

সাদা বলে লিটন সাম্প্রতিক সময়ে খারাপ করছেন বলা হলেও টি-টোয়েন্টিতে গত তিন বছর, এবং গত এক বছরেও দলের সর্বোচ্চ রান লিটনের। ১২ ম্যাচ খেলে ৩৩.২৭ গড় আর ১৩৪.০৬ স্ট্রাইকরেটে ৩৬৬ রান করেছেন লিটন। যা দলের সর্বোচ্চ। তবে এই সময়ে ওয়ানডেতে তার সময় ভালো যাচ্ছে না। ৩১ ম্যাচ খেলে ২৪.১১ গড় আর ৮৪.০০ স্ট্রাইকরেতে করেন ৬৫১ রান। যা পঞ্চম সর্বোচ্চ। গত ওয়ানডে বিশ্বকাপে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করলেও বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে রান পাননি তিনি। রান পাননি লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচেও। তাতেই জায়গা হারালেন সিনিয়র ব্যাটার। জাকেরকে দলে নেয়ার ব্যাপারে লিপু বলেন, ‘সিরিজ যেহেতু সমতায় আছে, আমরা বিশ্বাস করি জাকের যুক্ত হলে দলের মিডল অর্ডারে আরও ফ্লেক্সিবিলিটি তৈরি হবে।’

মিডল অর্ডারের বিবেচনায় জাকেরকে নেয়া হলেও আসলে মিডল অর্ডারে দলে তেমন সংকট নেই। পাঁচে মাহমুদউল্লাহ, ছয়ে মুশফিকুর রহিম ভালো করছেন। এরপর মেহেদী হাসান মিরাজ ও বোলারদের জায়গা। ২৬ পেরুনো জাকের টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করেছেন। সিরিজে প্রথম ম্যাচে করেছিলেন ৩৪ বলে ৬৮ রান। শ্রীলঙ্কার দেয়া ২০৭ রানের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন জাকের। ৩ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারলেও প্রশংসিত হয়েছিল জাকেরের পারফরম্যান্স। লিস্ট-এ সংস্করণে ৩৫ গড়ে ২ হাজার রান আছে তার। প্রধান নির্বাচক বলেন, ‘যেহেতু লিটন ছাড়াও আমাদের অধিনায়ক ও কোচের হাতে সৌম্য সরকারের সঙ্গে ওপেনার হিসেবে এনামুল হক বিজয় আর তানজিদ হাসান তামিমও আছেন, তাই আমরা দেখেছি লিটনের বদলে মিডল অর্ডারে কাউকে নেওয়া যায় কিনা। আমাদের মনে হয়েছে জাকের আলী অনিক বেস্ট পসিবল অপশন।’

লিপু যোগ করেন, ‘জাকের আলী সিলেটে টি-টোয়েন্টি ম্যাচে দারুণ ব্যাট করেছে। তারপর প্রিমিয়ার লিগেও রান করেছেন। মাল্টিপল দায়িত্ব পালন করতে পারেন। আমরা মনে করেছি জাকেরের অন্তর্ভুক্তি ঘটলে ব্যালেন্স থাকবে। শেষ ম্যাচটি হচ্ছে দিনের ম্যাচ। আমরা মনে করছি অনিক দলে ঢোকার অন্যতম দাবিদার। তাই তাকে নেয়ার সিদ্ধান্ত।’ তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লা, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, জাকের আলি অনিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত