ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

একের পর এক সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বর্তমানে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে লাল সবুজের প্রতিনিধিরা। লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের লড়াই শেষ হবে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই। এরপরই ঘরের মাঠে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। আগামী ৩ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে বিশ্রামের জন্য খুব বেশি সময় পাবে না টাইগাররা। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলেই বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। গতকাল শনিবার এ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। তাই ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফলে আবারও ঢাকায় ফিরবে হবে দুই দল। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে। এই সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত