ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লঙ্কানদের পর এবার টাইগার শিবিরেও ইনজুরির ধাক্কা

লঙ্কানদের পর এবার টাইগার শিবিরেও ইনজুরির ধাক্কা

গতকাল রোববার সকালে চট্টগ্রাম থেকে খবর আসে ইনজুরিতে সিরিজের শেষ ম্যাচে লঙ্কানদের অন্যতম প্রধান বোলার দিলশান মাদুশাঙ্কা খেলতে পারবেন না। ইনজুরিতে সিরিজ শেষ হয়ে গিয়েছে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে ভোগানো এই পেসারের। এবার লঙ্কানদের মতো স্বাগতিক বাংলাদেশের স্কোয়াডেও হানা দিয়েছে ইনজুরি। শ্রীলঙ্কার বিপক্ষে আজ সোমবারের সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না টাইগার পেসার তানজিম হাসান সাকিবের।

চট্টগ্রামে আজকে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন তানজিম। প্রথম ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিং চোটই তৃতীয় ওয়ানডে থেকে মূলত ছিটকে ফেলেছে তাকে। প্রথম ম্যাচে চোটে পড়ে পুরো ওভারের কোটা পূরণ করেননি তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং কোটা শেষ করেন তিনি। গতককাল অনুশীলনেও এসেছিলেন তিনি, কয়েক ওভার বোলিংয়ের পর চোটে পড়েন তিনি।

এদিকে সাকিবের চোট সম্পর্কে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘আমার কাছে এইমাত্র ফিজিও খবর পাঠিয়েছে, হ্যামস্ট্রিংয়ের জন্য খেলতে পারছেন না সাকিব। তার জায়গায় আমরা বিকল্প কাউকে খুঁজছি।’ সিরিজ নির্ধারণী ম্যাচের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ চোটে পড়া এ পেসারকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হবে। এর আগে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাসকিন-শরিফুলদের পাত্তা না দিয়ে লঙ্কান ব্যাটাররা যখন বড় জুটি গড়ছেন, তখন টাইগারদের ব্রেকথ্রু এনে দেন তানজিম সাকিব। ম্যাচটিতে তিন উইকেটও নেন তিনি। এরপর অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য বেশ খরুচে ছিলেন এই টাইগার পেসার। ৬৫ রানের বিনিময়ে ১ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে ১৮ রান করেন তানজিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত