ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রিশাদকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন মিরাজ

রিশাদকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছিলেন রিশাদ হোসেন। বর্তমান সময়ে বাংলাদেশে একমাত্র লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে খেলছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের লেগস্পিনারের শূন্যতা বরাবরই ছিল প্রকট। সেই ধারায় অবশ্য এখন টিকে আছেন রিশাদ।

টি-টোয়েন্টিতে ইকোনমিক্যাল রিশাদ। সেই সঙ্গে উইকেট নেওয়ার সহজাত ক্ষমতাও আছে। ব্যাট হাতেও যে খারাপ যান না, সেটাও প্রমাণ করেছেন। সবমিলিয়ে রিশাদকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন জাতীয় দলের অলারাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিরিজের শেষ ওয়ানডের আগে আজ রোববার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের বাংলাদেশ দল তো অনেক দিন ধরেই একটা লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল। যে জিনিসটা রিশাদের মধ্যে আছে। আমি মনে করি, ওর এখনো অনেক দেওয়ার বাকি আছে, শেখার বাকি আছে। ওর মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। যত ম্যাচ খেলবে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে, অভিজ্ঞতা হবে।’ লেগস্পিনারের জন্য কাজটা কঠিন উল্লেখ করে মিরাজ বলেন, ‘একজন লেগ স্পিনারের জন্য অত সহজ না কাজটা, অনেক কঠিন। আমাদের দেশে এবং বাইরে যখন খেলা হয় খেলায় অনেক কন্ট্রোল থাকতে হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত