হাসপাতালে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে জাকের

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের বলে প্রমোদ মাদুশানের ক্যাচ ধরতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে সংঘর্ষ লাগে জাকের আলী অনিকের। আর তাতেই মাথায় আঘাত পেয়ে চট্টগ্রামের অ্যাপালো ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি হতে হয়েছে জাকেরকে। এই মুহূর্তে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তিনি।

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের নিউরো সার্জন ডাক্তার মঈনুদ্দিন এম ইলিয়াস ও অর্থোপেডিক সার্জন আবু মোহাম্মদ সায়েমের তত্ত্বাবধানে আছেন জাকের। জাকেরের বর্তমান অবস্থা নিয়ে ডাক্তার মঈনুদ্দিন এম ইলিয়াস বলেছেন, ‘আমরা ভিশনটা দেখেছি।

ইমার্জেন্সি রেসপন্স দল দেখেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ঘাড়ের চোট। যে কন্ডিশন আছে রোগী স্থিতিশীল আছে এখন। আমরা উনাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ রাখতে চাই, যেহেতু প্রচুর ব্যথা আছে। এরপর ২৪ ঘণ্টা পর আপডেট জানাব। এখানেই ভর্তি রাখব।’

তবে ভয়ের কারণ নেই। জাকেরের বর্তমান অবস্থান বেশ ভালো। ব্যথাও নেই এই মুহূর্তে। জাকেরের আরেক ডাক্তার অর্থোপেডিক সার্জন আবু মোহাম্মদ সায়েম জানিয়েছেন, ‘উনার চোট মূলত ঘাড়ে। ব্রেইনে কোনও চোট পাওয়া যায়নি। নেক মোবিলাইজ করে দিয়েছি। আশা করি ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ব্যথা কমে যাবে। এরই মধ্যে ব্যথা কমেছে। উনি কথা বলেছেন, ওষুধও খেয়েছেন। ভয় করার কোনো কারণ নেই।’