ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৌম্যের বদলে কেন তামিম, ব্যাখ্যা দিল বিসিবি

সৌম্যের বদলে কেন তামিম, ব্যাখ্যা দিল বিসিবি

এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেন করতে নেমেছেন তানজিদ হাসান। যা দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, সৌম্য সরকার কোথায়। বিজয় একাদশেই ছিলেন, তবে তানজিদ নেমেছেন সৌম্যর কনকাশন বদলি হিসেবে। কিন্তু প্রশ্ন জেগেছে, সৌম্যকে ব্যথা পেতে দেখা গেছে পায়ে। আর কনকাশন সাবের নিয়ম হলো, শুধুমাত্র মাথায় চোট পেলেই সেটি কার্যকর হবে। বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য। তখন পায়ে লেগেছে মনে হলেও বাঁ-হাতি এই ব্যাটারে মাথায়ও চোট লাগে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যার ব্যাখা দিয়েছে বিসিবি জানিয়েছে, ‘আইসিসির কনকাশন রিপ্লেসমেন্ট নিয়ম মেনেই সৌম্যর বদলি খেলোয়াড় নেওয়া হয়েছে। সৌম্য মূলত একাধিক চোটের শিকার হয়েছেন। হাঁটুতে তো চোট পেয়েছেনই, মাটিতে মাথায় আঘাত লাগার পর মাথা ব্যথা শুরু হয়েছে তার। এমনকি চোখে স্পষ্ট দেখতেও সমস্যা হচ্ছিল।’ এ নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সৌম্য বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করতে গিয়ে পড়ে যায় এবং বিজ্ঞাপনের বিলবোর্ডে ধাক্কা খায়। তার মাথা এ সময় মাটিতে আঘাত পায় এবং কাঁধেও জোরে চোট লাগে। এরপর তার মাথাব্যথা শুরু হয় এবং দেখতে সমস্যা হচ্ছিল। সে মাঠ ছাড়ার পরপরই এসসিএটি ৫ করানো হয়েছে। তার হাঁটুতেও চোট পেয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত