কুয়েত প্রবাসীতে মুগ্ধ তপুরা

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে খেলতে বাংলাদেশ দল কুয়েতে অবস্থান করছে। গত পরশু (রোববার) বিকালে কুয়েত পৌঁছানোর গত (সোমবার) স্থানীয় সময় সন্ধ্যায় প্রথম অনুশীলন সেশন করেছে বাংলাদেশ। আল শাহের ফুটবল স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে কাজ করেন বাংলাদেশি প্রবাসীরা। বাংলাদেশ দল যখন অনুশীলন শুরু করে গতকাল তখন মাত্র ইফতার শেষ। সেই সময় মাঠে পানি দেয়া, ফ্লাডলাইট জ্বালানো থেকে অনেক কিছু বেশ আন্তরিকতা নিয়ে করেছেন প্রবাসীরা। এজন্য দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন ম্যানেজার আমের খান, ‘আমাদের প্রবাসী ভাইয়েরা এই ক্লাবের সঙ্গে থাকায় অনুশীলন বেশ সহজ হয়েছে। দলের চাহিদা মতো সব কিছু হয়েছে। বিশেষ করে ইফতারের পরপরই এমন সহযোগিতার জন্য দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

ম্যানেজারের মতো দলের সিনিয়র ফুটবলার তপু বর্মণও প্রবাসীতে মুগ্ধ। তিনি বলেন, ‘কুয়েত এয়ারপোর্টে নামার পর আমরা যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তা সত্যি অসাধারণ। আশা করি আমাদের দেশি ভাইয়েরা ২১ মার্চ স্টেডিয়ামে এসে উৎসাহিত করবেন। ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে বলতে পারি আমরা তাদের নিরাশ করব না।’

সুদান ম্যাচ দিয়ে ফিলিস্তিনের প্রস্তুতি নিলো বাংলাদেশ। ফিলিস্তিন অনেক শক্তিশালী। সদ্য সমাপ্ত এশিয়ান কাপে তারা নক আউট পর্বে খেলেছে। বাংলাদেশ তাই রক্ষণে অনেক মনোযোগী, ‘আমাদের ডিফেন্সে বেশি ভালো করতে হবে। এজন্য কোচ কাজ করছে।’ মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘আমরা ফিলিস্তিনের ম্যাচ ভিডিও দেখেছি। ম্যাচের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।’ বাংলাদেশ দলে এখন ২৮ জন ফুটবলার রয়েছে। ২৩ জনের চুড়ান্ত স্কোয়াড নিয়ে প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ২৮ জনই আমাদের প্রস্তত। ২৩ জন চূড়ান্ত করতে আমাদের হাতে আরো দুই দিন সময় রয়েছে।