রোহিতের পর বোর্ডের ওপর ক্ষুব্ধ অশ্বিন

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালায় মাইলফলকের সামনে অশ্বিন জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এতেই ক্ষুব্ধ টেস্ট দলের নিয়মিত সদস্য রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ এই স্পিনার মনে করেন, কোনো ক্রিকেটারকে খেলতে বাধ্য করা উচিত নয়। আসছে আইপিএলকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন অশ্বিন। এর ফাঁকে এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের নতুন সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন তিনি, ‘বোর্ডের কোনো সিদ্ধান্ত সব ক্রিকেটারের জন্য সুবিধাজনক নাও হতে পারে। সবাই যে এই নির্দেশ মেনে চলবে, তার কোনো নিশ্চয়তা নেই। আবার এটা অনেকের ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে।’ বোর্ডের এমন সিদ্ধান্ত কী বার্তা দিচ্ছে, এ বিষয়ে অশ্বিন বলেন, ‘বোর্ড কী বার্তা দিচ্ছে, এটা আমাদের বোঝা উচিত। আমার মনে হয়, বোর্ড টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চাইছে। তারা বোঝাতে চাচ্ছে, আইপিএলই সব নয়।’ ‘হ্যাঁ, টেস্ট ক্রিকেটের গুরুত্ব অপরিসীম। এবং বোর্ড এটার পক্ষে থাকতে চাইছে। তাদের চাওয়া সব ক্রিকেটার টেস্টের জন্য যোগ্য হয়ে উঠুক। কিন্তু, একজন ক্রিকেটার বছরের ১২ মাসই খেলতে চায়? না কি শুধু আইপিএল খেলতে চায়? হয়ত কেউ শুধু টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেট খেলতে চায়। সবাই টেস্টে আগ্রহী নাও হতে পারে, এটা সম্পূর্ণ ক্রিকেটারদের ওপর নির্ভর করবে।’ এর আগে বিসিসিআই ঘোষণা দেয়, আন্তর্জাতিক সূচি এবং চোট না থাকলে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেই হবে জাতীয় দলের ক্রিকেটারদের। বিসিসিআইয়ের এই নির্দেষ অমান্য করে এরই মধ্যে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার ও ইশান কিষান।