ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ সিরিজকে গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সিরিজকে গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এটাই অজি মেয়েদের প্রথম বাংলাদেশ সফর। দুই দল আগে কখনো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি। এবার ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজকেও গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার কোচ শেলি নিটস্কে। দেশটির সংবাদ মাধ্যমকে শেলি বলেন, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইসিসি চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট আছে তাই এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ টি-টোয়েন্টি সিরিজের গুরুত্বের কথা বোঝাতে গিয়ে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রসঙ্গ টানেন, ‘কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলব সেখানে টি-টোয়েন্টি খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। সব দিক বিবেচনা করলে সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ জন্য দুই দলের শক্তির ব্যবধান বিস্তর হলেও বাংলাদেশ সফরে শক্ত দল নিয়ে এসেছে সফরকারীরা। শেলি বলেন, ‘যতবার আমরা মাঠে নামি সব সময়ই আমাদের উন্নতির সুযোগ থাকে। আমর আমাদের সেরা একাদশ বাছাই করতে চাই এবং ম্যাচ জিততে চাই। কিন্তু এই কন্ডিশনে কারা ভালো করে সেটা আমরা খুঁজে বের করতে চাই। সেপ্টেম্বরে যখন আমরা ফিরে আসব তখনকার জন্য আমরা নিজেদের প্রস্তুত করতে চাই।’ বাংলাদেশ সফরে যে স্পিন পরীক্ষা দিতে হবে সেটিও জানা আছে অজি কোচের, ‘আমরা এটাও বিশ্বাস করি, আমাদের শূন্যস্থান পূরণ করার জন্য স্পিনার রয়েছে। এই কন্ডিশনের জন্য স্পিনাররা উপযোগী হতে পারে। তাই আমার মনে হয় আমরা অনেকটা কাভার করতে পেরেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত