ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারী ফুটবল

সাবিনাদের কোচ এখন বাটলার

সাবিনাদের কোচ এখন বাটলার

বাটলারের প্রফাইল বেশ সমৃদ্ধ। লাইবেরিয়া, বতসোয়ানা জাতীয় দলে কাজ করার পর তাঁর এলিট একাডেমির দায়িত্ব নেওয়াটাই ছিল বিস্ময়ের। ক্লাব ফুটবলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সুপার লিগেও কাজ করেছেন। গোলাম রব্বানী ছোটনের হাত ধরে সিনিয়র পর্যায়ে প্রথম সাফ জেতেন বাংলাদেশের মেয়েরা। রব্বানী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর অভিজ্ঞ কোচ সাইফুল বারীর ওপর পড়েছিল সাবিনা খাতুনদের দায়িত্ব। রব্বানীর মতোই অনূর্ধ্ব-১৫ দল থেকে শুরু করে প্রতিটি বয়সভিত্তিক দল ও সিনিয়রদের একই সঙ্গে সামলাচ্ছিলেন সাইফুল বারী। অনূর্ধ্ব-১৯-এর পর অনূর্ধ্ব-১৬ সাফেও বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়ে সাইফুল বারী আস্থার জায়গাটা তৈরিও করে নিয়েছিলেন। সাইফুল বারীর অধীনে সিনিয়র পর্যায়েও সফলতা দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমস থেকে ফেরার পর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ ও ৮-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সাইফুল বারী নিজেও এই দলকে নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে যাবেন, প্রত্যাশা করেছিলেন। কিন্তু অনূর্ধ্ব-১৬ দল নিয়ে নেপাল যাওয়ার পরই সেই মূল দল ছুটে গেছে তাঁর কাছ থেকে। এই সময়টায় বাফুফে একাডেমির কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করেছেন সাবিনা খাতুনরা। সাইফুল বারী ফেরার পরও তাঁর অধীনেই চলছে অনুশীলন। এখনো বাফুফে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ব্রিটিশ এই অভিজ্ঞ কোচই দায়িত্বে থাকবেন সাফে। গতকাল বাটলারও বলেছেন, ‘মেয়েদের সঙ্গে চার সপ্তাহ ধরে কাজ করছি। আমার বিশ্বাস, সাফে দারুণ কিছুই দেখাতে পারব আমরা।’ বাফুফের কাছ থেকে বিষয়টি সম্পর্কে সরকারিভাবে কিছু না জানা পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন সাইফুল বারী। তবে যেমনটা জানা গেছে, অনূর্ধ্ব-১৬ দল ভালো করায় তাদের আরো ভালোভাবে তৈরি করতে সাইফুল বারীকে জুনিয়র দলের সঙ্গেই থেকে যাওয়ার প্রস্তাব দেবে বাফুফে। গুঞ্জন আছে, তার টেকনিক্যাল ডিরেক্টর হওয়ারও সম্ভাবনা রয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হবে তা। বাটলারের প্রফাইল বেশ সমৃদ্ধ। লাইবেরিয়া, বতসোয়ানা জাতীয় দলে কাজ করার পর তার এলিট একাডেমির দায়িত্ব নেওয়াটাই ছিল বিস্ময়ের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত