ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিপিএলে ব্যর্থ মাশরাফির চমক

বিপিএলে ব্যর্থ মাশরাফির  চমক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক তিনি। তবে দীর্ঘ দিন দলের বাহিরে। আর সুযোগ হবে এমন আভাসও মিলে না। কারণ, বয়স ৪০ পেরিয়েছে। রাজনৈতিক অঙ্গনে জড়িয়ে যাওয়ায় খেলার মাঠেও নিয়মিত নন। তবে পারফরম্যান্সে ধার কমেনি মাশরাফি বিন মুর্তজার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজের প্রথম ম্যাচেই গর্জে উঠেছেন এই পেসার। প্রথম সাত ওভার বল করেই ফাইফার তুলে নেন বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক। ফিটনেস সমস্যার কারণে বিপিএল খেলায় বেশ সমালোচনার শিকার হতে হয়েছিল মাশরাফিকে। বল হাতে খারাপ না করলেও তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে প্রিমিয়ার লিগকে সামনে রেখে ফিটনেসে কিছুটা উন্নতি করার প্রতিফলন পেলেন প্রথম ম্যাচেই। গতকাল বৃহস্পতিবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামেন মাশরাফি। তার তোপে মাত্র ৩৬.৪ ওভারে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে গেছে গাজী গ্রুপ। দলের হয়ে আট ওভার বল করে ১৯ রানের খরচায় ৫টি উইকেট নেন মাশরাফি। লিস্ট এ ক্রিকেটে এ নিয়ে অষ্টমবার ফাইফার নিলেন তিনি। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে প্রথম পাঁচ ম্যাচ খেলার পর টুর্নামেন্ট থেকে বিরতি নেন মাশরাফি।

পরে ঢাকা প্রিমিয়ার লিগেও লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি ৪০ বছর বয়সী ক্রিকেটার। বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল চতুর্থ রাউন্ডে নেমে টানা ৮ ওভারের স্পেলে ১৯ রানে ৫ উইকেট শিকার করেন মাশরাফি। এবারের লিগে পেসারদের মধ্যে এখনও পর্যন্ত সেরা বোলিং এটিই। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অষ্টম ৫ উইকেট এটি। বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফির চেয়ে বেশি ৫ উইকেট আছে কেবল আব্দুর রাজ্জাকের (৯টি)। মাশরাফির এমন বোলিংয়ের দিন বেশি দূর যেতে পারেনি গাজী গ্রুপ। টানা তিন জয়ে এই ম্যাচ খেলতে আসা দল ইনিংসের ৮৭ বল বাকি থাকতে গুটিয়ে গেছে ১৩৬ রানে। আব্দুল হালিম নেন ২ উইকেট। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন আনিসুল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত