ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইসিসির আম্পায়ার প্যানেলে ৫ বাংলাদেশি নারী

আইসিসির আম্পায়ার প্যানেলে ৫ বাংলাদেশি নারী

আগেই বাংলাদেশের আম্পায়ারিংয়ে নতুন দিগন্তের সূচনা হয়েছে। গেল কয়েক বছর ধরেই বৈশ্বিক টুর্নামেন্টে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুলরা। তারই ধারাবাহিকতায় প্রথমবার আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার বাংলাদেশি নারী আম্পায়ার। এছাড়া এক বাংলাদেশি নারীকে আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশি নারী আম্পায়ারদের প্যানেলে অন্তর্ভুক্ত করে এক বার্তায় বিসিবিকে জানিয়েছে আইসিসি। ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়া চার নারী আম্পায়ার হলেন সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা। আর ম্যাচ রেফারি হিসেবে যুক্ত হয়েছেন সুপ্রিয়া রানী দাস। পুরুষ ও নারী আম্পায়ারদের মানোন্নয়নে আইসিসির সঙ্গে যুক্ত হয়ে নানা পদক্ষেপ নিয়েছে বিসিবির আম্পায়ার্স কমিটি। ক’দিন আগেই সাথিরা জেসি ও মিশু চৌধুরীকে আম্পায়ার হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এর মধ্যেই এলো আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে বাংলাদেশি নারী আম্পায়ারদের যুক্ত করার সংবাদ। বাংলাদেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু। বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের নতুন যাত্রা নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাথিরা জাকির জেসি। তিনি লিখেছেন, ‘খুশির সঙ্গে জানাচ্ছি, অবশেষে আমি আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলের অংশ হয়েছি। কতটা খুশি এবং ভাগ্যবান সেই অনুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই। পরের ধাপের জন্য অপেক্ষা করছি। আমার জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত