ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপ খেলতে অবসর ভাঙলেন আমের

বিশ্বকাপ খেলতে অবসর ভাঙলেন আমের

বছর চারেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমের। সাবেক প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হকের ওপর বিরক্ত হয়ে এই অবসরের ঘোষণা ছিল এই পেসারের। এরপর থেকে জাতীয় দলের বাইরে আছেন এই বাঁহাতি, তবে এসময়টাতে অনেকবারই তাঁকে ফেরানোর দাবি উঠেছে। অবশেষ এই তারকা অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন আমির। তিনি লেখেন, ‘আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। আমি আমার দেশের জন্য এটি করতে চাই কারণ এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আসে। সবুজ জার্সি পরিধান করা এবং আমার দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্খা ছিল এবং থাকবে।’ এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক পাকিস্তান অলরাউন্ডার শাহীন আফ্রিদি বলেন আমিরের জাতীয় দলে অনেক কিছু দেওয়ার রয়েছে। তিনি বলেন, ‘এখনও আমির খুব সহজে পাকিস্তান দলে জায়গা করে নিতে পারবে। সে হারিস রউফ, নাসিম শাহ এবং শাহীন আফ্রিদির ক্যাটাগরিতে পড়ে। তাঁর মাঝে ক্রিকেটকে দেয়ার মত অনেক কিছুই বাকি আছে এবং তাই পাকিস্তানের হয়ে তাঁর অবশ্যই খেলা উচিত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত