নিউজিল্যান্ড থেকে হেড কোচ আনছে পাকিস্তান!

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোচ নেই বাবর আজমদের। বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনায় তাদের প্রতিনিয়ত বাধার মুখোমুখি হতে হচ্ছে। প্রথমে গণমাধ্যমে তথ্য ফাঁস হওয়ার কথা জানিয়ে পাকিস্তানের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। হাইব্রিড মডেল অনুসারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধান কোচ হিসেবে চান কোনো বিদেশিকে। এরই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রনকিকে প্রস্তাব দিয়েছে পিসিবি। গতকাল মঙ্গলবার জানা গেছে কিউই এই তারকাকে হেড কোচ হিসেবে নিয়োগ দিতে আলোচনা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর্থিক ও অন্যান্য বিষয়াদি নিয়ে দর-কষাকষি চলছে। ৪২ বছর বয়সী রনকি বর্তমানে ব্ল্যাকক্যাপসদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন।