ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রথমবার শীর্ষ দশে বাংলাদেশের নাহিদা

প্রথমবার শীর্ষ দশে বাংলাদেশের নাহিদা

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী দল। টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ান মেয়েদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না নিগার সুলতানা জ্যোতির দল। অজি পেসারদের কাছে একেবারে নাস্তানাবুদ হতে হয়েছে স্বাগতিকদের। তবে দলের এমন বাজে অবস্থায়ও ব্যক্তিগতভাবে মাইলফলক গড়েছেন তারকা স্পিনার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি র‍্যাংকিংয়ের শীর্ষ দশে প্রবেশ করেছেন। গতকাল মঙ্গলবার আইসিসির প্রকাশিত মেয়েদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৪ ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন নাহিদা। মেয়েদের ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান এটিই। আগের সেরাও ছিল নাহিদার। গত ডিসেম্বরে ১২ নম্বরে উঠেছিলেন তিনি। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১০ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদা। একই সঙ্গে সালমা খাতুনকে টপকে এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি (৫৩) হয়ে যান ২৪ বছর বয়সী স্পিনার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে তিনি আগে থেকেই। দ্বিতীয় ম্যাচে ৮ ওভারে দুই মেইডেনে ১৯ রান দিয়ে কোনো উইকেট পাননি নাহিদা। দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে রাংকিংয়ে ৬ ধাপ এগিয়েছেন অফ স্পিনার সুলতানা খাতুন। অস্ট্রেলিয়ার এলিস পেরির সঙ্গে যৌথভাবে ৫২তম স্থানে আছেন তিনি। তিন বিভাগেই উন্নতি করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার। দুই ম্যাচে ব্যাট হাতে ৫২ রান করার পাশাপাশি ৫টি উইকেট নেওয়া এই ক্রিকেটার ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে ১৭তম স্থানে আছেন। বোলারদের র‍্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে পাঁচে, অলরাউন্ডারদের তালিকায় ৪ ধাপ দুইয়ে আছেন তিনি। দুই ম্যাচে ২ উইকেট নিয়ে বোলারদের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ান পেসার মেগান শুট। তার ওপরে আছেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার সোফি এক্লেস্টোন। ব্যাটারদের র‍্যাংকিংয়ে সবার ওপরে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে চূড়ায় আছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত