ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আইসিইউতে হকি ফেডারেশনের সহ-সভাপতি

আইসিইউতে হকি ফেডারেশনের সহ-সভাপতি

বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ গুরুতর অসুস্থ হয়েছেন। আগের কমিটিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই সংগঠক হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

তাকে চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো. আলমগীর বলেন, ‘আমাদের সকলের প্রিয় ইউসুফ ভাই একদিন আগে স্ট্রোক করেছেন। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেয়া হয়েছে। এখনো আইসিইউতে রয়েছেন। ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার আগে চিকিৎসক সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অতি পরিচিত মুখ মোহাম্মদ ইউসুফ। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে অনেক দিন থেকে তিনি জড়িত। চট্টগ্রাম মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলত।

সেই সময় তিনি দলের কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ হকি ফেডারেশনে সদস্য ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ দেশের বাইরে থাকাবস্থায় তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। হকি ফেডারেশনে অভ্যন্তরীণ কোন্দল অনেক।

নানা প্রতিকূলতার মধ্যেও তিনি হাসিমুখে কর্মকাণ্ড করেছেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থাকাবস্থায় মাসে কয়েকবার চট্টগ্রাম-ঢাকা যাতায়াত করেছেন। নিবেদিতপ্রাণ সংগঠকের পাশাপাশি সুন্দর ব্যবহারের জন্য তিনি ক্রীড়াঙ্গনে সমাদৃত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত