মোহামেডানের ১৮ মিনিটের ঝড়ে বিধ্বস্ত ফর্টিস

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

মধ্যবর্তী দলবদল ও জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচে ব্যস্ততার কারণে বিরতি ফের মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। গতকাল শুক্রবার দ্বিতীয় লেগে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ফর্টিজ এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী দলটি। সাদা-কালো খ্যাত দলটির ১৮ মিনিটের ঝড়ে রীতিমত বিধ্বস্ত হয়েছে ফর্টিজ এফসিকে। অথচ লিগের প্রথম ধাপের শেষ তিন রাউন্ডে বড্ড সাদামাটা ছিল মোহামেডান। ড্র করেছিল ওই তিন ম্যাচেই। ১০ ম্যাচে পাঁচটি করে জয় ও ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বসুন্ধরা কিংস; শনিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করবে তারা। বলের নিয়ন্ত্রণে ও আক্রমণে আধিপত্য ছিল মোহামেডানেরই, কিন্তু জালের দেখা মিলছিল না কোনোভাবেই।

অবশেষ ম্যাচের ডেডলক খোলে ৪১তম মিনিটে। দৃষ্টিনন্দন গোলে মোহামেডানকে এগিয়ে নেন মুজাফ্ফরভ। বাম দিক থেকে অধিনায়ক সুলেমানে দিয়াবাতে কাট ব্যাক করেন। বক্সের কিছুটা ওপরে থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শট নেন মুজাফ্ফরভ, ফর্টিস গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বুলেট গতিতে বল জড়ায় জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে দিয়াবাতের সফল স্পট কিকে ব্যবধান হয় দ্বিগুণ। বক্সে শাহরিয়ার ইমন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরো বাড়িয়ে নেয় মোহামেডান। ডান দিক থেকে দিয়াবাতের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে ইমনের ফ্লিকে বল চলে যায় দূরের পোস্টে জাফর ইকবালের পায়ে। নিখুঁত কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। গত জানুয়ারিতে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচের পর চলতি লিগে দ্বিতীয় গোল পেলেন জাফর। ৫৯তম মিনিটে শেষ গোলটি করেন ইমন। আরিফ হোসেনের পাস ধরে রক্ষণের বাধা এড়িয়ে এগিয়ে যান এই ফরোয়ার্ড। এরপর আগুয়ান গোলরক্ষক শান্ত কুমার রায়কে কাটিয়ে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি।