ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রিমিয়ার লিগ হকি

আবাহনী মোহামেডান দ্বৈরথ আজ

আবাহনী মোহামেডান দ্বৈরথ আজ

ফুটবল মাঠে দেশের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডানের লড়াই ভিন্ন উত্তাপ ছড়ায়। তবে দেশের ক্রীড়াঙ্গনে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বির যে কোনো লড়াইয়ে জয়ী সমর্থকরা উল্লাস-আনন্দে ভাসেন। প্রিয় দল হেরে গেলে হতাশায় পড়েন। আবার মাঠের লড়াই অনেক সময় ছাপিয়ে যায় সমর্থকদের মধ্যেও। তেমনি একটি লড়াই আজ প্রিমিয়র লিগ হকিতে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা সোয়া তিনটায় মুখোমুখি হবে আবহানী ও মোহামেডান। ক্লাব কাপ হকির গ্রুপ পর্বে মোহামেডানকে ২-৩ গোলে হারিয়েছিল আবাহনী। লিগে সেই হারের প্রতিশোধ নিতে চায় মোহামেডান। দলের অধিনায়ক রাসেল মাহমুদ বলেন, ‘নিঃসন্দেহে আবহানী আমাদের চেয়ে অনেক ভালো দল। তবে আমরা চেষ্টা করব ভাল খেলতে। নিজেদের শতভাগ দিয়ে জয়ের চেষ্টা করবো। অনেক সময় মাঠে দুর্বল দলের কাছে সবলরাও হেরে যায়। আমরা সেই প্রত্যাশায় রয়েছি।’ অন্যদিকে সাদা কালোদের আরও একবার হারানোর প্রত্যয় আবাহনীর অধিনায়ক রেজাউল করিম বাবুর কণ্ঠে, ‘ফেব্রুয়ারিতে ক্লাব কাপে আমরা মোহামেডানকে হারিয়েছিলাম। এবারও জিতবো আমরাই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত