ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জামালের অভিষেক রাঙাল আবাহনী

জামালের অভিষেক রাঙাল আবাহনী

ঘরোয়া ফুটবলে দীর্ঘ দিন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন জামাল ভূঁইয়া। তবে হঠাৎ করেই ক্লাবটি নিজেদের গুটিয়ে নেয়ায় শেষ রাসেল ক্রীড়া চক্রে যোগ জাতীয় দলের এই অধিনায়ক। তবে খুব বেশি দিন নীল জার্সিতে খেলেননি তিনি। চলে যান আর্জেন্টিনায়। সেখানেও খুব বেশি দিন মন টিকেনি তার। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে আর্জেন্টিনার ক্লাব সোল দ্য মায়ো থেকে ঢাকা আবাহনীতে যোগ দিয়েছেন জামাল ভূঁইয়া।

গতকাল শনিবার আকাশি হলুদ জার্সিতে অভিষেক হয়েছে তার। কাপ্তানকে বরণ করার ম্যাচে হতাশ করেননি আকাশি হলুদ শিবিরের বাকি ফুটবলাররা। জয় দিয়েই জামালকে বরণ করে নিয়েছেন তারা। প্রথম লেগে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও শনিবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিরতি লেগের ম্যাচে আবাহনী ৩-০ গোলে হারায় পুরোনো ঢাকার ক্লাবটিকে। প্রথমার্ধ গোলশূন্য ছিল। কিন্তু বিরতির পর জামাল, স্টুয়ার্ট ও ওয়াশিংটনের পারফরম্যান্সে দূর হয় সব শংকা। আবাহনীর সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছে রহমতগঞ্জ। আক্রমণও কম করেনি। তবে গোলকিপার শহীদুল আলম সোহেলকে পরাস্ত করতে পারেনি। ৪৮ মিনিটে এগিয়ে যায় আবাহনী। বক্সের ভেতরে জটলা থেকে কর্নেলিয়াস স্টুয়ার্টের কাটব্যাক থেকে ব্রাজিলের ওয়াশিংটন চকিতে ঘুরে দারুণভাবে প্লেসিং করে জাল কাঁপান (১-০)। ৫৮ মিনিটে আবাহনীর জার্সিতে অভিষেক হওয়া জামালের সৌজন্যে ব্যবধান দ্বিগুন করে আবাহনী। জামালের ফ্রি-কিক গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সামনে বল পেয়ে গ্রানাডার স্টুয়ার্ট লক্ষ্যভেদ করতে ভুল করেননি (২-০)। মিনিট পাঁচেক পর আবাহনী তৃতীয় গোলটি পায়। স্টুয়ার্টের পাসে ব্রাজিলের জোনাথন ফের্নান্দেজ দেখে শুনে দারুণ প্লেসিং করে শেষ গোলটি করেন (৩-০)। এই জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্টে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। সমান ম্যাচে রহমতগঞ্জ প্রথম হার দেখল। আগের ৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে নবম স্থানে। এদিকে প্রিমিয়ার লিগের শততম ম্যাচে খেলতে নেমে কিংস সাত গোলের বন্যায় ভাসিয়েছে ব্রাদার্সকে। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ম্যাচটি দারুণভাবে স্মরণীয় করে রাখে অস্কার ব্রুজেনের দল। গোপীবাগের দলটিকে ৭-১ গোলে হারায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। জয়ী দলের এমফন উদোহ ও মিগুয়েল ফিরেইরা দুটি করে গোল করেন। বাকি তিন গোল করেন রবসন দ্য সিলভা রবিনহো, সোহেল রানা ও সাদ উদ্দিন। ব্রাদার্সের হয়ে এক গোল শোধ দেন এলিটা কিংসলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত