ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মারা গেলেন হকির ইউসুফ

মারা গেলেন হকির ইউসুফ

হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ। অবস্থান অবনতি হওয়ায় এই ক্রীড়া সংগঠককে আইসিইউতে রাখা হয়েছিল। সেখান থেকে আর ফেরা হলো না তার। গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো. আলমগীর ইউসুফের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শনিবার বাদ আসর মরহুমের জানাজা চট্টগ্রাম মেহেদীবাগ সিডিএ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দুইদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হার্টের ব্লক ধরা পড়লে রিং পড়ানো হয়েছিল। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তারপরও বাঁচানো যায়নি ক্রীড়াঙ্গনের সদালাপী এই মানুষটিকে। ইউসুফের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে চলছে শোকের মাতম। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, হকি ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) গভীর শোক প্রকাশ করেছে। এদিন হকি লিগের দুই ম্যাচ শুরুর আগে ইউসুফের জন্য এক মিনিট নিরবতা পালন করা হবে। হকি ফেডারেশনের পতাকা অর্ধনমিত করা হয়েছে ইউসুফকে শ্রদ্ধা জানাতে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে অনেক দিন থেকে তিনি জড়িত। চট্টগ্রাম মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলত। সেই সময় তিনি দলের কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ হকি ফেডারেশনে সদস্য ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ দেশের বাইরে থাকাবস্থায় তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। হকি ফেডারেশনে অভ্যন্তরীণ কোন্দল অনেক। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি হাসিমুখে কর্মকাণ্ড করেছেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থাকাবস্থায় মাসে কয়েকবার চট্টগ্রাম-ঢাকা যাতায়াত করেছেন। নিবেদিতপ্রাণ সংগঠকের পাশাপাশি সুন্দর ব্যবহারের জন্য তিনি ক্রীড়াঙ্গনে সমাদৃত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত