ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঝড়ে ক্ষতিগ্রস্ত শেরে বাংলার জায়ান্ট স্ক্রিন

ঝড়ে ক্ষতিগ্রস্ত শেরে বাংলার জায়ান্ট স্ক্রিন

সাধারণত বৈশাখ মাসেই কাল বৈশাখি ঝড় হয়। সে অনুযায়ী ঝড় শুরু হতে এখনো সপ্তাহ দুয়েক বাকি। অবশ্য আবহাওয়ার পূর্ভাবাসে ঝড়ের আগাম আভাস দেয়া হচ্ছে।

এরই মধ্যে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল গতকাল রোববার। দর্শকহীন গ্যালারির সবকিছু ঠিকই ছিল। কিন্তু ঝড়ের কবলে পড়ে ভেঙে পড়েছে পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিন। ভেঙে এটি গ্যালারির উপর পড়ে থাকতে দেখা যায়। জায়ান্ট স্ক্রিন ছাড়াও আরো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইস্টার্ন গ্যালারির পেছনের অংশে স্টেডিয়াম লাগোয়া দেয়ালও ভেঙে পড়ে তাতে। ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেন বলেন, ‘ঝড়ে জায়ান্ট স্ক্রিন ভেঙে যায়। অনেক ঝড় হয়েছে। এছাড়া পেছনের অংশে একটি দেয়ালও ভেঙে পড়ে।’ রক্ষণাবেক্ষণ নিয়ে বাতেন বলেন, ‘এখনো কাজ শুরু হয়নি। এখনতো ম্যাচ চলছে। আমরা দেখছি কীভাবে করা যায়। দ্রুত শুরু করব।’

ঝড়ে ক্ষয়ক্ষতি হলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে বাধা হয়ে দাঁড়ায়নি। দুপুর ১২টা থেকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লড়ে দুই দল। যেখানে বাংলাদেশকে ১০ উইকেটে হারান অজি নারীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত