ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম নর্ম অর্জন ফাহাদ রহমানের

ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার পাচ্ছে বাংলাদেশ

ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার পাচ্ছে বাংলাদেশ

মাত্র ১০ বছর বয়সে সর্বকনিষ্ঠ ফিদে মাস্টারের খেতাব জয় করলেন মোহাম্মদ ফাহাদ রহমান। ২০১৮ সালের জুনে থাইল্যান্ডে অনুষ্ঠিত আশিয়ান বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এই খেতাব অর্জন করে তখনকার এই ক্ষুদে দাবাড়ু। পরের বছরই হন আন্তর্জাতিক মাস্টার। তখন থেকেই গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। পাঁচ বছরের সাধনায় প্রথম নর্ম অর্জন করে অবশেষে গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে এগিয়ে গেলেন ফাহাদ। ভিয়েতনামের হ্যানয় শহরে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স-৩ টুর্নামেন্ট’ থেকে কাঙ্ক্ষিত নর্ম পান ফাহাদ। শেষ রাউন্ডে স্বাগতিক ফিদেমাস্টার বান গিয়া হাউকে হারিয়ে লক্ষ্যপূরণ করেছেন ফাহাদ। এ টুর্নামেন্টে ফিলিপাইনের আন্তর্জাতিকমাস্টার কুইজন ড্যানিয়েলের সঙ্গে পয়েন্ট সমান ৭ হলেও টাইব্রেকিং পদ্ধতিতে রানার্সআপ হন তিনি। গ্রান্ডমাস্টার হতে তার আরও দুটি নর্ম এবং ২৫০০ রেটিং স্পর্শ করতে হবে। ২০১৯ সালে ঢাকায় এশিয়ান ৩.২ জোনে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আন্তর্জাতিকমাস্টার খেতাব লাভ করেন ফাহাদ। এরপর থেকে তিনি গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য খেলে আসছিলেন। আন্তর্জাতিক মাস্টার খেতাব পাওয়ার পর থেকে গত পাঁচ বছর ধরে দেশ-বিদেশে গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের লক্ষ্যে খেলে আসছিলেন ফাহাদ। অনেকবার তীরে এসে তরী ডুবেছে তার। কখনো কখনো রীতিমতো হতাশও করেছেন। তারপরও হাল ছেড়ে না দেয়া ফাহাদ অবশেষে সাফল্যের মুখ দেখলেন। গ্র্যান্ডমাস্টার হতে হলে তাকে আরো দুটি নর্ম পূরণ করতে হবে। ২ হাজার ৫০০ রেটিংয়ের ঘরেও যেতে হবে। বর্তমানে তার রেটিং ২৪২৬। এ টুর্নামেন্ট থেকে বেড়েছে ২০। আর মাত্র ৫৪ রেটিং প্রয়োজন ফাহাদের। প্রথম নর্ম অর্জনে ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে প্রথম ধাপ অতিক্রম করলেন ফাহাদ। বর্তমানে দেশে পাঁচজন গ্র্যান্ডমাস্টার আছেন। তারা হলেন- নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজিব। রাজিব সর্বশেষ গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ২০০৮ সালে। এরপর ১৬ বছর কেটে গেলেও বাংলাদেশ পায়নি ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার।

এখন ফাহাদ বাকি দুই নর্ম কতদিনে অর্জন করে দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হবেন সেটাই দেখার বিষয়। এর আগে অনেক চেষ্টা করেও নর্ম অর্জন করতে পারেননি ফাহাদ। কাছাকাছি গিয়েও সফল হয়নি। তাই এদিন বাড়তি চাপ নেননি, ‘এ রকম বেশ কয়েকবার হয়েছে শেষ ২-১ রাউন্ডের জন্য নর্ম হয়নি। তাই এদিন সেভাবে চাপ নেইনি’-ভিয়েতনাম থেকে বলেন ফাহাদ। অনেক সাধনার পর প্রথম নর্ম আসল। বাকি দুই নর্ম এক বছরের মধ্যে করতে চান, ‘প্রথম নর্মটা গুরুত্বপূর্ণ। প্রথম নর্ম আসায় আত্মবিশ্বাস এসেছে। এখন দ্রুত সময়ের মধ্যে বাকি দুই নর্ম পাওয়ার চেষ্টা করব। এখন এক বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার হতে চাই।’ গ্র্যান্ডমাস্টার হতে হলে এ রকম টুর্নামেন্টে আরো খেলতে হবে। এটা ফাহাদের জন্য সহজ নয়। তিনি আরো বলেন, ‘আসলে এ রকম টুর্নামেন্টে খেলতে অর্থ লাগে। বিশেষ করে যাতায়াত। তাই অনেক সময় অনেক টুর্নামেন্ট খেলা যায় না। তবে এখন নর্ম পেয়েছি, এই ফর্ম থাকতে থাকতে খেলা দরকার। সামনে কাজাখস্তান ও রাশিয়া খেলার সম্ভাবনা আছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত