সাবিনাদের মিয়ানমার সফর বাতিল

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

গত বছর মার্চে অলিম্পিক প্রাক-বাছাই খেলতে মিয়ানমার সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের কিন্তু আর্থিক সংকটের কারণে সে সফরে জেতে পারেনি সাবিনা-সানজিদারা। এবার ফিফা উইন্ডোতে মিয়ানমারে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এজন্য মিয়ানমার ফুটবল ফেডারেশনের সঙ্গে ইতিবাচক আলোচনাও করেছিলেন বাংলাদেশের ফুটবল কর্তারা। দেশটির অভ্যন্তরীণ রাজনীতি উত্তপ্ত হওয়ায় এ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চায় বাফুফে। তবে নিরাপত্তা ইস্যুতে সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারে বেশ কিছুদিন ধরেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে চলছে সংঘাত। সম্প্রতি যা আরও তীব্র হয়েছে। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সুপারিশপত্র চেয়েছিলাম। আমরা একটা চিঠি পেয়েছি যে এখন না গিয়ে পরবর্তী সময়ের জন্য সূচি করার জন্য। এখনও যে যাচ্ছি না, এরকম না, কিন্তু আমরা কথা বলব, নিরাপত্তার বিষয়ে আরও তথ্য পাওয়া যায় কি না। এটা আমরা ভেবে দেখব।’ আগামী ৭ ও ১১ এপ্রিল মিয়ানমারের বিপক্ষে ম্যাচ দুটি সামনে রেখে ৬ এপ্রিল দেশটিতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। এখন সফর বাতিল হলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে বাফুফে। এছাড়া মিয়ানমারে চলমান ঘটনার কথা কারোই অজানা নয়। এর মধ্যেই বাফুফের দেশটিতে গিয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব বিমানের টিকিটের জন্য। অন্যথায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। মিয়ানমারে কিন্তু ফিফা বিশ্বকাপ বাছাইয়ের একটা ম্যাচও হয়েছে। ওই কথা বিবেচনা করে আমরা ভাবছি যে যাওয়া সম্ভব। আমাদের ভুটানে যাওয়ার আমন্ত্রণ ছিল। কিন্তু সামনে সাফ। তাই আমরা শক্ত প্রতিপক্ষ চাচ্ছিলাম।’