ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জ্যোতিদের অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণে পাঠাতে চান প্রধানমন্ত্রী

জ্যোতিদের অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণে পাঠাতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলাধুলার প্রতি অনুরাগের কথা কারও অজানা নয়। তিনি সব সময় মনে করেন ক্রীড়াঙ্গনের জন্য কিছু করার চেষ্টা তাঁর প্রাণের তাগিদ ও দায়বদ্ধতা। রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার মধ্যেও তাঁর নিজস্ব অগ্রাধিকার তালিকায় খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ের স্থান সব সময় থাকে। অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল বাংলাদেশ সফরে রয়েছেন সে খবর রেখেছেন তিনি। কিছুটা সফরকারীদের আগ্রহে আর কিছুটা প্রধানমন্ত্রীর উৎসাহে গতকাল বুধবার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা গেলেন গণভবনে। দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিসিবি সভাপতি ও বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ও বিসিবির উইমেন্স ক্রিকেট উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী দুই দলের ক্রিকেটারদের সঙ্গেই কথা বলেন, ছবি তোলেন দুই দলের সদস্যদের সঙ্গেই। এ সময়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের নারী ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠাতে চান। বিষয়টি নিশ্চিত করেছেন নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রিকেটারদের উৎসাহিত করেছেন। আর হেসে হেসে বলেছেন তোমাদের অস্ট্রেলিয়ায় পাঠাব, ওখানে গিয়ে ট্রেনিং করবা। ওখানে গিয়ে অনুশীলনের কথা বলেছেন তিনি।’ প্রধানমন্ত্রীর তরফ থেকে ক্রিকেটাররা উপহার পান। নাদেল বলেন, ‘কাঁধে ঝোলানোর দুইরকম ব্যাগ উপহার দেয়া হয়েছে- কোনোটা বুটিক, কোনোটা লেদারের।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। ওয়ানডেতে রেকর্ড ৭ আর টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অসি মেয়েরা। সেই চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পা রেখেছে বাংলাদেশে। যে কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ। যদিও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি স্বাগতিকদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতেও এরই মধ্যে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত