ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শীর্ষে মোহামেডান প্রথম হার আবাহনীর

শীর্ষে মোহামেডান প্রথম হার আবাহনীর

প্রিমিয়ার বিভাগ হকি লিগের প্রথম পর্ব শেষ। প্রথম পর্বের শেষ ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহামেডান। সাদা কালোদের শীর্ষে উঠার দিনে লিগে প্রথম হার মানল আবাহনী। গতকাল বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্সের কাছে ২-১ গোলে হেরেছে আকাশী হলুদরা। নয় রাউন্ডে জয়ের ধারা অব্যাহত থাকলেও শেষ রাউন্ডে হার দেখল আবাহনী। লিগে এটি প্রথম হার তাদের।

ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোশূণ্য। দ্বিতীয় কোয়ার্টারেই গোলের দেখা পায় মেরিনাস। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল আদায় করে নেয় মতিঝিল পাড়ার ক্লাবটি। ২০ মিনিটে ফিল্ড থেকে ফ্লিকে গোল করেন মাইনুল ইসলাম কৌশিক (১-০)। পরের মিনিটেই পেনাল্টি কর্ণার (পিসি) থেকে ব্যবধান দ্বিগুন করেন সোহানুর রহমান (২-০)। শত চেষ্টা করেও গোলের দেখা মিলছিল না আকাশী হলুদ শিবিরে। অবশেষে শেষ কোয়ার্টারে খোলস ছেড়ে বেড়িয়ে আসে আবাহনী। ৪৯ মিনিটে পুষ্কর খিসা মিমোর কানেক্টিংয়ে গোলের দেখা পায় তারা (১-২)। কিন্তু হার এড়াতে পারেনি তারা। এদিকে অপরাজিত থেকে লিগের প্রথম পর্ব শেষ করেছে মোহামেডান। কাল প্রথম পর্বের শেষ ম্যাচে দ্বীন ইসলাম ইমনের হ্যাটট্রিকের সুবাদে তারা ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে। এছাড়া জয়ী দলের শফিউল আলম শিশির, মো. শিমুল ইসলাম, আমিরুল ইসলাম এবং মালয়েশিয়ান ফিতরি বিন সারি একটি করে গোল করেন। অন্যদিকে, বাংলাদেশ স্পোর্টিংয়ের সজিব ইসলাম ও ভারতের চিরঞ্জিত সিং গোল করেন একটি করে। প্রথম পর্বের ১০ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৬। আট ম্যাচে জয় ও দুই ড্র সাদা-কালো শিবিরের। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও উষার বিপক্ষে মোহামেডান ড্র করেছিল। এই দুই দলের পয়েন্টই ২৫ করে। ২৩ পয়েন্ট নিয়ে পরের স্থানে রয়েছে মেরিনার্স। এই চার দলের সঙ্গে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ ও অ্যাজাক্স। আগামী শুক্রবার থেকে শুরু হবে সুপার সিক্সের লড়াই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত