ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ সিলেটে

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ সিলেটে

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেয়ার পর বাংলাদেশের ওয়ানডে ম্যাচ খেলার পরিমাণ বেড়েছে অনেক। এবার টি-টোয়েন্টিতেও নতুন এক অভিজ্ঞতা হওয়ার অপেক্ষা। প্রথমবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ সেখানে ভারত। চলতি মাসেই

বাংলাদেশে আসছে ভারতের নারী দল। এবার চূড়ান্ত হয়ে গেছে দ্বি-পাক্ষিক এই সিরিজের সূচিও। হারমানপ্রিত কাউরদের সঙ্গে সিলেটে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সিরিজ খেলতে ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল একই সময়ে হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, রাতের আলোয়। ২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে, যেটি গ্রাউন্ড-২ হিসেবে পরিচিত। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার রাখা হয়েছে মূল মাঠে, সন্ধ্যায়। কয়েকদিন আগেই বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল দিয়েছিলেন এই সিরিজের খবর। মূলত বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নিতে আগ্রহ ছিলো ভারতের। বাংলাদেশও প্রস্তুতির মঞ্চ হিসেবে সুযোগটা লুফে নিয়েছে। গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল ভারত। সেই সিরিজটিতে ভারত অধিনায়ক নানা বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন। আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তুলেছিলেন। যদিও এমন কাণ্ডে শাস্তির মুখোমুখি হন হারমনপ্রীত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত