ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেসিকে নিয়ে সুখবর দিল মায়ামি

মেসিকে নিয়ে সুখবর দিল মায়ামি

পেশির চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যে কারণে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। খেলতে পারেননি আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচেও। তাকে নিয়ে ইন্টার মায়ামি কোচ জেরার্ডো মার্তিনো জানিয়েছিলেন, তাদের ভাবনায় কনকাকাফ। তাই মেজর লিগ সকারে মেসিকে ঝুঁকি নিতে চাননি তারা। অবশেষে কাঙ্খিত সেই ম্যাচ এসেছে। যেখানে মেসির ফেরার সম্ভাবনা জেগেছে। এমনটায় জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তবে শুরু একাদশে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত করেনি মায়ামি। ম্যাচের আগে সংবাদ সম্মলনে মায়ামি কোচ জেরার্ডো বলেন, ‘আগামীকাল বলতে পারব মেসি শুরু থেকে খেলবে কিনা। কারণ এখনও আমি জানি না। সে অনুশীলন করেছে আজ, তবে খেলানো যাবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারব কাল। এখনও ২৪ ঘণ্টা বাকি। তার চোট নিয়ে পর্যালোচনা করব। সময়টা আমাদেরকে সামলাতে হবে।’ তিনি আরও বলেন, ‘মনটেরির বিপক্ষে আমাদের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভাবতে হবে যে আমরা কেবল এপ্রিলের শুরুতে আছি। এ কেবলই শুরু। আমাদের খেলোয়াড়দের শারীরিক অবস্থা ঝুঁকিতে ফেলা উচিত নয়। অন্য যেকোনো খেলোয়াড়ের মতো মেসির জন্য কোনটা ভালো হবে তা মূলত আমরা নির্ধারণ করব এবং সেখান থেকে আমরা সঠিক সিদ্ধান্তই নেব।’ গত ১৪ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে ন্যাশভিলের বিপক্ষে ডান পেশির অস্বস্তিতে পড়েন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। তারপর থেকে মেসি মাঠের বাইরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত