ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিশোধের ম্যাচে আবাহনীর সামনে ফর্টিজ

প্রতিশোধের ম্যাচে আবাহনীর সামনে ফর্টিজ

প্রিমিয়ার ফুটবল লিগে আজ ভিন্ন দুই ম্যাচে লড়বে দুই বিগ বাজেটের দল ঢাকা আবাহনী ও কিংস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে ফর্টিজ এফসি। এই ম্যাচটি একদিকে ফর্টিসের বিপক্ষে আবাহনীর প্রতিশোধের, অন্যদিকে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেয়ারও। জিতলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসবে আবাহনী। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে বেলা সোয়া তিনটায়। লিগের প্রথম পর্বে ঢাকা আবাহনীকে হারের তিক্ত স্বাদ দিয়েছিল ফর্টিজ এফসি। ঐতিহ্য, কাগজে-কলমে আর অভিজ্ঞতায় কোনো কিছুতেই আবাহনীর সঙ্গে তুলনা চলে না পেশাদার লিগে একরকম নবাগতই ফর্টিজ এফসির। পেশাদার লিগ শুরু হবার পর থেকে সর্বোচ্চ ছয়টি লিগের শিরোপাই জিতেছে ঢাকা আবাহনী। যেই রেকর্ডটি ঘরোয়া ফুটবলের আর কোনো ক্লাবের নেই। এছাড়া তারা চারবারের রানার্স আপ। ফর্টিজের বিপক্ষে নিঃসন্দেহে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ঢাকার আকাশী হলুদ শিবির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত