দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। স্বাগতিকদের অজিদের এই সফর মোটেও সুখকর হয়নি। লাল সবুজের মেয়েদের ভুলে যাওয়ার মতো স্মৃতি উপহার দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। সফরকারিদের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সের ধারাবাহিকতা থেকে শেষ ম্যাচেও বের হতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। ফলে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করা অজিরা গতকাল বৃহস্পতিবার খেলতে নেমেছিল শেষ ম্যাচে। এদিন হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল স্বাগতিক দল। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। অজিদের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাল-সবুজের দল অলআউট হয়েছে ৭৮ রানেই। ফলে ৭৭ রানের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে। তবে সাতে নিয়ে ব্যাট করতে নামার আগেই ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। রান তাড়ায় প্রথম ওভারেই মুরশিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। বাঁহাতি ওপেনার মেগান শাটের বলে পেরির হাতে ধরা দিয়ে ফেরেন ২ বলে ১ রান করে। তিনে নেমে রিতু মনি ২ চারে ভালো খেলার আভাস দিলেও টানতে পারেননি ইনিংস। টায়লা ভ্যালেমিনিকের স্লিপে বেথ মুনির দারুণ ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিন নিজেকে নিচে নামিয়ে নেন। রিতুর পর তিনে দেখা যায় স্বর্ণা আক্তারকে, চারে নামেন ফাহিমা খাতুন। স্বর্ণা ৩ বলে কোন রান না করেই নেন বিদায়। আগের ম্যাচে ভালো শুরু পাওয়া ওপেনার দিলারা আক্তার এবার ক্রিজে কমে গিয়ে প্রভাব ফেলতে পারেননি। ১ চারে ১৮ বল খুইয়ে ১২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ৩৩ রানে ৪ উইকেট খাদের কিনারে চলে যায় স্বাগতিক দল। ছয়ে এসে রাবেয়া খান ৭ বল টিকে করেন ১ রান। অধিনায়ক জ্যোতি টপ অর্ডার থেকে নিজেকে নামিয়ে আনেন সাতে। তার তখন খুব বেশি কিছু করার অবস্থাও ছিল না। জ্যোতি ক্রিজে যাওয়ার খানিক পর ফাহিমা পুল করতে গিয়ে তুলে দেন সহজ ক্যাচ। শরিফা এসেই কাটা পড়েন এলবিডব্লিউতে, নাহিদা আক্তারও টিকতে পারেননি। বাকিটা সময়ে হারের ব্যবধানই কেবল কমিয়েছেন জ্যোতি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু আনেন অ্যালিসা হিলি। ওপেনিং জুটিতে ৩৯ আসার পর বেথ মুনিকে ফেরান শরিফা খাতুন। তবে হিলির ব্যাটে পথেই থাকে অজিরা। ২৯ বলে ৪৫ করা অজি অধিনায়ককে আউট করে ব্রেক থ্রো আনেন নাহিদা আক্তার। তিনে নেমে দ্রুতই ফেরেন এলিসা পেরি। অ্যাশলি গার্ডনারও থিতু ইনিংস বড় করতে পারেননি। পরের দিকে সফরকারীদের পুঁজি দেড়শ’ ছাড়াতে ভূমিকা রাখেন তাহিলা ম্যাকগ্রাথ। ২৯ বলে ২ চার, ২ ছক্কায় ৪৩ করে অপরাজিত থাকেন তিনি। আগের ম্যাচে ওপেনিং করা গ্রেইস হ্যারিস শেষ দিকে নেমে ১১ বলে ১৯ করে রাখেন বড় ভূমিকা। অস্ট্রেলিয়া দেড়শ’ ছাড়ানোর পরই ম্যাচের গতিপথ অনেকটা পরিষ্কার হয়ে যায়। তবে বাংলাদেশের কাছ থেকে অন্তত কিছুটা লড়াই প্রত্যাশিত ছিল। নিগার সুলতানা জ্যোতির দল জবাব দিতে নেমে তার ধারেকাছেও যেতে পারেনি।