ফর্টিসের বিপক্ষে হার এড়াল আবাহনী

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

কাগজে কলমে ঐতিহ্য আর অভিজ্ঞতায় ঢাকা আবাহনীর সঙ্গে তুলনা চলে না পেশাদার লিগের নবাগত ফর্টিজ এফসির। অথচ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আকাশী হলুদ দলকে হারের তিক্ত স্বাদ দিয়েছিল ফর্টিজ। তাই দ্বিতীয় পর্বে ফর্টিসের বিপক্ষে আবাহনীর প্রতিশোধের। কিন্তু প্রতিশোধ তো দুরে থাক, শেষ মুহূর্তে কোনো রকমে মান বাঁচিয়েছে আবাহনী।

ম্যাচের তখন যোগ করা সময় চলছিল। ঢাকা আবাহনীর বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে জয়োল্লাসের অপেক্ষায় ফর্টিজের ফুটবলাররা। অন্যদিকে ফর্টিজের কাছে হারের শংকায় ক্ষণ গুনছিল ঢাকার আকাশী হলুদ শিবির। ঠিক সেই সময়ে দুর্দান্ত এক গোল করে দলকে হারের হাত থেকে বাঁচিয়ে দেন সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্নেলিয়াস। শেষ মুহূর্তের গোলে ফর্টিজের কাছে হার এড়িয়ে মান বাঁচাল আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির দল। গতকাল শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ১-১ গোলে ড্র করে ফর্টিজের সঙ্গে। ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরি গ্রিশিনের গোলে প্রিমিয়ার লিগের প্রথম লেগে ফর্টিজের কাছে হার দেখেছিল আবাহনী লিমিটেড। গতকাল শুক্রবার জামাল ভূঁইয়াকে ছাড়াই শুরু থেকে খেলেছে আবাহনী। ঘড়ির কাঁটায় ম্যাচ তখন ২২ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্ট বক্সে ঢুকে লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি। বল চলে যায় ক্রস বারের অনেক ওপর দিয়ে। বার বার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিলেন কর্নেলিয়াস। এর ফাঁকে এগিয়ে যায় ফর্টিজই। ম্যাচের ৬১ মিনিটে সতীর্থের লং পাস প্রতিপক্ষের সীমানায় আয়ত্বে নেয়ার আগে ডিফেন্ডার রহমত মিয়া হেড করে পোস্ট ছেড়ে এগিয়ে আসা গোলকিপার শহিদুল আলম সোহেলকে দেয়ার চেষ্টা করেন। আগুয়ান গোলকিপার তা হাত দিয়ে প্রতিহত করতে চাইলেও ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ইউক্রেনের ভ্যালেরি গ্রিশিন বল পেয়ে বাঁ পায়ের টোকায় জড়িয়ে দেন জালে। সোহেল নিজের পজিশনে ফিরে গোল বাঁচানোর চেষ্টা করেও সফল হতে পারেননি (১-০)। ম্যাচে সমতায় ফিরতে আবাহনী কম চেষ্টা করেনি। জোনাথন-কর্নেলিয়াসরা বারবারই ফর্টিসের সীমানায় বল নিয়ে গেলেও জাল কাঁপাতে সময়ক্ষেপণ করছিল। শেষ পর্যন্ত যোগ করা সময়ের শেষ দিকে এসে আবাহনী হার এড়িয়েছে। কর্নারের পর জটলা থেকে কর্নেলিয়াস গোল করে দলকে এক পয়েন্ট এনে দিয়েছেন (১-১)। লিগে আবাহনী ১১ ম্যাচে চতুর্থ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। সমান ম্যাচে ফর্টিজ এফসি চতুর্থ ড্রয়ে ১৩ পয়েন্টে ষষ্ঠস্থানে রয়েছে। এদিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। জয়ী দলের হয়ে মিশরের মোস্তফা হামাদ ও ঘানার আর্নেস্ট বোয়েটিং গোল দুটি করেন। এই জয়ে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ অষ্টম স্থানে এবং তিন পয়েণ্ট নিয়ে টেবিলের তলানীতে সমান ম্যাচ খেলা ব্রাদার্স। অন্যদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে হারিয়েছে কিংস। জয়ী দলের হয়ে রাকিব হোসেন দুটি এবং ডরিয়েলটন গোমেজ, রবসন দ্য সিলভা রবিনহো ও আসরর গফুরভ একটি করে গোল করেন। এই জয়ে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল কিংস। ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে সমান ম্যাচ খেলা চট্টলার দলটি।