ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘এক-দুই বছরের মধ্যে ভালো দল হবে জ্যোতিদের’

‘এক-দুই বছরের মধ্যে ভালো দল হবে জ্যোতিদের’

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেতে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ঘরের মাঠে অজি মেয়েদের বিপক্ষে ভালো কিছুর স্বপ্ন দেখেছিল টাইগ্রেসরা। কারণ, গত বছর শেষ ছয় মাস দারুণ ক্রিকেট খেলেছেন তারা। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জেতার আগে ভারতকে হারিয়েছেন তারা একটি ম্যাচে। পরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও একটি বিশ ওভারের ম্যাচ জিতেছে নিগার সুলতানার দল। সেই আত্মবিশ্বাস থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছুর আশায় ছিলেন তারা। সেই প্রত্যাশার ছিটেফোঁটাও মেটেনি মাঠের পারফরম্যান্সে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। দুই সিরিজের কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। তবে মেয়েদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তার আশা, আগামী এক দুই বছরের মধ্যে ভালো অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ নারী দল। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রথমে ধরে নিতে হবে অস্ট্রেলিয়া হচ্ছে সেরা দল। মেয়েদের ক্রিকেটের মধ্যে শারীরিকভাবে বলেন, মেন্টালি বলেন অস্ট্রেলিয়া সেরা দল। ভারত, ইংল্যান্ডের থেকেও।’ বিশ্ব ক্রিকেটের পরাশক্তির বিপক্ষে লড়াই করার কৌশল এখনও রপ্ত করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘তাদের সঙ্গে আমাদের মেয়েরা খেলেছে, আমি মনে করি মোটামুটি তারা ভালো খেলেছে। হ্যাঁ, ব্যাটিংয়ে প্রথম দিকে কিছু সমস্যা আছে। আশা করি এটা ঠিক হয়ে যাবে। কারণ কিছু নতুন প্লেয়ার আছে। তাদের এডজাস্ট করতে সময় লাগবে। আশা করি ১-২ বছরের মধ্যে এটা ভালো দল হবে। বোলিং মোটামুটি ভালো। সামনের দিকে আরও ভালো হবে।’ সামনেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এমন সিরিজ আয়োজনকে ভালো দিক হিসেবে দেখছেন জালাল, ‘যারা টিম ম্যানেজমেন্টে আছে নারী উইংয়ের, তারা অবশ্যই দেখবে কারণ আমরা শক্তিশালী দলের সাথে খেলেছি। হয়তো দুর্বল দলের সঙ্গে খেললে আমাদের অনেক দুর্বলতা ধরা পড়ত না; কিন্তু শক্তিশালী দলের সঙ্গে খেললে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায়, কী সমস্যা আছে। এখানে কোচ বা অন্যরা এটা দেখবে অবশ্যই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত