ফের আবাহনীর বিপক্ষে জয়োৎসব মেরিনার্সের

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার ডিভিশন হকি লিগের প্রথম পর্বে আবাহনী লিমিটেডকে হারিয়েছিল ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। সুপার সিক্সে সেই হারের বদলা নেয়ার সুযোগ এসেছিল আকাশি হলুদ দলের কাছে। কিন্তু প্রতিশোধ তো দুরের কথা আবারো হারের তেতো স্বাদ পেয়েছে তারা। গতকাল রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মেরিনার্স। চলতি মৌসুমে মেরিনার্সের কাছে টানা তৃতীয় হার দেখল আবাহনী। ক্লাব কাপের ফাইনালের পর লিগের প্রথম রাউন্ড এরপর এদিন সুপার সিক্স পর্বেও হারের তেতো স্বাদ পেল ধানমন্ডির দল। এই হারে লিগ শিরোপা জয় কঠিন করে তুলল আবাহনী। অন্যদিকে সুপার সিক্সে টানা দুই ম্যাচ জিতে লিগ জমিয়ে তুলল মেরিনার্স। আবাহনীর বিরুদ্ধে খেলার ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেরিনার্সের পোস্টারবয় সোহানুর রহমান সবুজ (১-০)। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি (২-০)। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আবাহনীর ভারতীয় রিক্রট শিশে গাওয়াদ (২-১)। ম্যাচে মেরিনার্সের তুলনায় আবাহনী একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। পেনাল্টি কর্নার একাধিক আদায় করেও সেখান থেকে গোল পেয়েছে মাত্র একটি। এদিকে মেরিনার্সের জয়ে শিরোপা দৌড়ে মোহামেডান অনেকটা এগিয়ে গেল। ১২ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩২। সমান ম্যাচে আবাহনী ও মেরিনার্সের ২৮। ফলে মোহামডোনের বাকি তিন ম্যাচের মধ্যে দু’টিতে জিতলেই চ্যাম্পিয়ন। মোহামেডানের শেষ তিন ম্যাচই বড় প্রতিপক্ষ মেরিনার্স, আবাহনী ও উষা। আবাহনীর হার স্টেডিয়ামে বসেই দেখেছেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। চার পয়েন্ট লীড পেলেও এখনো শিরোপার ঘ্রাণ পাচ্ছেন না অধিনায়ক, ‘আমাদের সামনে বড় তিন ম্যাচ। তিন ম্যাচই জয়ের লক্ষ্য আমাদের। নিজেদের জিততে হবে না হলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।’